অবশেষে মুক্তি পাচ্ছে ব্যতিক্রম সিনেমা ‘রং ঢং’, সব বাধা পেরিয়ে।

Total Views : 41
Zoom In Zoom Out Read Later Print

সেন্সর বোর্ডে এত দিন আটকে ছিল আহসান সারোয়ার পরিচালিত সিনেমা ‘রং ঢং’। অবশেষে আগামী নভেম্বরে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। চলচ্চিত্রটি নির্মাণের প্রায় তিন বছর পর আপিল বিভাগের রায়ে গত বছর সেন্সর পায়।চলচ্চিত্রটির দুটি গান ‘বয়স ১৬-তে প্রেম’ ও ‘অদ্ভুত প্রেম আমার’ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়ে প্রশংসিত হয়।

চলচ্চিত্রটি সম্পর্কে নির্মাতা বলেন, একাধিক বাধা পেরিয়ে অবশেষে সিনেমাটি দর্শকদের সামনে আনতে পারছি। আসলে, একটা সিনেমা মুক্তি পাওয়া না পর্যন্ত একজন পরিচালকের মানসিক অবস্থা বোঝানোটা একটু কঠিন ব্যাপার। গান দুটির কারণে মুক্তির আগেই বেশ আলোচনায় ছিল সিনেমাটি, সেন্সর বোর্ডে আটকানোয় পরিচালক এ নিয়ে চিন্তিত ছিলেন বলে জানান। নভেম্বরে মুক্তির তারিখটি শিগগিরই জানাবেন বলেও জানিয়েছেন তিনি। এ সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফুর রহমান জর্জ, সেরা যামান, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, ডা. এজাজুল ইসলাম, শবনম পারভীন, প্রাণ রায়, জামিল হোসেন, মাখনুন, সোহেল মণ্ডল, আমিন আজাদ, শামীম হোসেন, অর্ণব খান প্রমুখ।

See More

Latest Photos