কানপুর টেস্টে টস ভাগ্যটা সঙ্গ দিল ভারতকে। অধিনায়ক রোহিত শর্মা নিলেন বোলিংয়ের সিদ্ধান্ত। ফলে এই টেস্টে শুরুতে ব্যাট করবে বাংলাদেশ। আকাশে মেঘ আছে, ভারত অধিনায়ক রোহিত শর্মা সেটাই ব্যবহার করতে চাইছেন। একাদশে তিন পেসারও রাখা হয়েছে সে কারণেই। রোহিত টস জিতে বললেন, ‘পিচটা কিছুটা নরম বলে মনে হচ্ছে, তাই আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। তাই আমরা তিনজন সিমার নিয়ে নামছি।’
বাংলাদেশ টসে হেরে ব্যাটিং এ।
প্রথম ম্যাচে দারুণ লড়াই করেছে বাংলাদেশ, বিশেষত শুরুর দিকে। রোহিত শর্মা জানালেন, এবারও বাংলাদেশ ভালো লড়াই করবে বলেই মনে করছেন তিনি, ‘প্রথম ম্যাচে ব্যাট হাতে আমরা ভালো শুরু করিনি, কিন্তু আমরা রান করার উপায় খুঁজে পেয়েছি এবং বোলাররা তাদের কাজটা করেছে। আমি এখানে ভিন্ন কিছু আশা করি না, আমাদের চ্যালেঞ্জ করা হবে তবে আমাদের বাউন্সব্যাক করার অভিজ্ঞতা আছে।’
এদিকে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, টস জিতলে তিনিও ব্যাট করার সিদ্ধান্তই নিতেন। কেন? সে প্রশ্নের জবাবটা দিলেন এরপরই, ‘প্রথমে ব্যাট করতে পেরে খুশি, আমরা শুরুতে ব্যাটিংই করতে চেয়েছিলাম। ব্যাট করার জন্য ভালো উইকেট বলে মনে হচ্ছে।’
ব্যাটাররা আগের টেস্টে হতাশ করেছেন। তবে শান্ত বিষয়টা নজরে আনছেন ইতিবাচকভাবে। তিনি বলেন, ‘ব্যাটসম্যান হিসেবে আমরা শুরু করলে ভালো স্কোর করতে হবে। আশা করি আমাদের ব্যাটাররা আজ বড় স্কোর করতে পারবে। তবে নতুন বলের ব্যাটিংই মুখ্য হবে।’
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ।
ভারত একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।