গাজীপুরে একটি পোশাক কারখানার এক কর্মকর্তার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করে অবরোধ করেছে শ্রমিকরা। অন্যদিকে বেতন বৃদ্ধির দাবিতে মহানগরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানার কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেছে।
শ্রমিক বিক্ষোভ গাজীপুরে দুটি কারখানায়।





শ্রমিকরা জানায়, শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার জয়দেবপুর থানাধীন মেম্বার বাড়ি এলাকায় অবস্থিত সিলিকন সুইং লিমিটেডের শ্রমিকরা কাজে যোগদানের জন্য কারখানায় আসেন। পরে তারা কাজে যোগদান না করে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে কারখানার কর্মকর্তা এইচ আর এডমিন লাভলীর পদত্যাগসহ বিভিন্ন দাবি জানিয়ে বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করে।
অন্যদিকে, গাজীপুরের কোনাবাড়িতে বেতন বৃদ্ধিসহ ১৯ দফা দাবিতে বিক্ষোভ করছে যমুনা ডেনিমস লিমিটেড কারখানার পোষাক কারখানার কর্মকর্তা কর্মচারীরা। আজ সকালে কাজে যোগ না দিয়ে কোনাবাড়ি- কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা।
তাদের ১৯ দফা দাবির মধ্যে রয়েছে, সকল স্টাফদের স্থগিত হওয়া বার্ষিক ইনক্রিমেন্ট এর টাকা মোট বেতনের ১০% চলতি মাসের বেতনের সাথে এরিয়া আকারে দিতে হবে; ২০২৩ সালের প্রকাশিত গেজেট অনুযায়ী বাড়ানো বেতন (ডিসেম্বর থেকে আগষ্ট) পর্যন্ত এক সঙ্গে চলতি মাসের বেতনের সাথে এরিয়া আকারে প্রদান করতে হবে; সকল স্টাফদের ছুটির টাকা দিতে হবে ও সকল স্টাফদের বকেয়া ছুটির টাকা চলতি মাসের বেতনের সাথে পরিশোধ করতে হবে; চাকরির বয়স ৬ মাস হলে বেসিক সমপরিমাণ ঈদ বোনাস দিতে হবে; সকল কর্মচারী এবং শ্রমিকদের তাদের কর্ম দক্ষতা অনুযায়ী প্রমোশন ও গ্রেড প্রদান করতে হবে।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, যমুনা গ্রুপের স্টাফরা বেতন বৃদ্ধিসহ ১৯ দফা দাবি আদায়ে বিক্ষোভ করছে। এসময় তারা কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক বন্ধ করে দেয়। যার ফলে এই আঞ্চলিক সড়কে যানচলাচল ব্যাহত হয়। চেষ্টা করছি যানচলাচল স্বাভাবিক করতে।
কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম সংবাদকে জানান, ১১ টা ২০ মিনিট পর্যন্ত যমুনা গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা সড়কে অবস্থান করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সদস্যরাসহ আমরা শ্রমিকদের সাথে আলোচনা করছি অল্প সময়ের মধ্যে রাস্তা স্বাভাবিক হবে।