তিন জেলের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে।

Total Views : 12
Zoom In Zoom Out Read Later Print

সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জের হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে মারা গেছেন তিন মৎস্যজীবী।

রবিবার সকালে দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে দুজন ও জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে একজনের বজ্রপাতে মৃত্যু হয়।


এর মধ্যে দেখার হাওরে মারা গেছেন পান্ডার গাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জালাল মিয়া এবং একই গ্রামের নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন। আর পাকনার হাওরে মারা গেছেন কালাগুজা গ্রামের আবদুল লতিফের ছেলে শরীফ মিয়া।


পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল ওয়াহিদ বলেন, ভোরে পশ্চিম পলিরচর গ্রামের দুজন দেখার হাওরে মাছ ধরতে গিয়েছিল। এ সময় বৃষ্টি ছিল। এর মধ্যে হঠাৎ বজ্রপাতে দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। এদিকে জামালগঞ্জ উপজেলার কালাগুজা গ্রামের শরীফ মিয়া পাকনার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।


সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বলেন, হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে নিহতদের মরদেহ উদ্ধার করেছেন তাদের স্বজনরা।

See More

Latest Photos