প্রকাশ্যে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা পরিষদে ঢুকে

Total Views : 20
Zoom In Zoom Out Read Later Print

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নইম উদ্দীন সেন্টুকে (৭০) তার কার্যালয়ে ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনে দুর্বৃত্তের একাধিক গুলিতে তার মৃত্যু হয়। নিহত নইম উদ্দীন সেন্টু ফিলিপনগর এলাকার মৃত মতলেব সরকারের ছেলে। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশের সদস্য নাসির উদ্দীন বলেন, ১১টার দিকে হঠাৎ ৩ থেকে ৪টা গুলির শব্দ শুনতে পেয়ে বাইরে এসে দেখি চেয়ারম্যান তার ঘরের ভেতরে পড়ে আছে। গুলিগুলো পরিষদের বাইরে থেকে জানালা দিয়ে করা হয়েছে বলে জানান তিনি।


এদিকে তার জামাতা হাসিবুর রহমান বিজয় ও ছেলের বৌ শামিমা খাতুন বলেন, আমার শ্বশুরের সঙ্গে কারো শত্রুতা নেই। আমরা গুলির খবর পেয়ে এখানে এসে শুনি তিনি মারা গেছেন।


বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছি।

See More

Latest Photos