দক্ষিণ আফ্রিকার ৫০০ পেরোলো

Total Views : 14
Zoom In Zoom Out Read Later Print

চট্টগ্রাম টেস্টে আগে ব্যাট করতে নেমে রীতিমতো উড়ছে দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে ৫০০ পেরিয়েছে তাদের প্রথম ইনিংসের রান। তাইজুল পাঁচ উইকেট তুললেও সফরকারী ব্যাটারদের সেই ভাবে পরীক্ষা নিতে পারেননি মিরাজ-নাহিদরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩১ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫১৬ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ওয়ায়ান মুল্ডার ১০০ বলে ৭০ রান এবং সেনুরান মুথুসামি ৪৫ বলে ৪৪ রানে ব্যাট করছেন।


বুধবার দ্বিতীয় দিনেও দুর্দান্ত শুরু করে আগের দিনে ২৫ রান করা ডেভিড বেডিংহ্যাম এবং ১৪১ রানে অপরাজিত থাকা টনি ডে জর্জি। ২৩৫ বলে নিজের ১৫০ রান পূরণ করেন জর্জি।


অন্য প্রান্ত থেকে ৭০ বলে ফিফটি তুলে নেন বেডিংহ্যাম। ফিফটির বেশিক্ষণ পিচে থাকতে পারেননি এই ডান হাতি ব্যাটার। ৭৮ বলে ৬৯ রান করে তাইজুলের তৃতীয় শিকার হন তিনি। সতীর্থের বিদায়ে নিজেকে ধরে রাখতে পারেননি ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা জর্জি। ২৬৯ বলে ১৭৭ রান করে তাইজুলের চতুর্থ শিকার হন এই প্রোটিয়ার ওপেনার।


এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মিরপুর টেস্টে সেঞ্চুরি পাওয়া কাইল ভেরাইনেও। শূন্য রান করা এই ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে নিজের ফাইফার পূরণ করেন তাইজুল। এতে দলীয় ৩৯১ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা।


এরপর প্রোটিয়া শিবিরে হাল ধরেন রাইয়ান রিকেলটন ও ওয়ায়ান মুল্ডার। কিন্তু ইনিংস বড় করতে পারেননি রিকেলটন। ১২ রান করে দ্বিতীয় সেশনের শুরুতে সাজঘরে ফেরেন তিনি। তবে এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন মুল্ডার। তাকে যোগ্য সঙ্গ দেন সেনুরান মুথুসামি। দুজনের ব্যাটে ভর করে দলীয় সংগ্রহ ৫০০ পার করেছে সফরকারীরা।


উল্লেখ্য, প্রথম দিনে ৮১ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ডেভিড বেডিংহ্যাম ২৫ বলে ১৮ রান এবং ২১১ বলে ১৪১ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছে টনি ডে জর্জি। এখান থেকেই দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে দুদল।

See More

Latest Photos