নতুন সিনেমায় নাম লিখালেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। নাম ‘বউ’। এটি নির্মাণ করছেন কে এ নিলয়। সিনেমাতে ববির বিপরীতে দেখা যাবে ডি এ তায়েব।
চিত্রনায়িকা ববি বর পেলেই কবুল বলবেন
সম্প্রতি এফডিসিতে এর মহরত অনুষ্ঠিত হয়। এদিন সিনেমার পাশাপাশি নিজের বিয়ে প্রসঙ্গেও কথা বললেন ববি। জানান, বর পেলেই বিয়ে করবেন তিনি।‘বউ’র মহরতে অনেকেই এই নায়িকার কাছে তার বিয়ের প্রসঙ্গে জানতে চান। উত্তরে ববি বলেন, ‘বর পেলেই বিয়ে!’এদিকে, গণঅভ্যুত্থানের পর থেকে দেশের চলচ্চিত্রাঙ্গন স্থবির হয়ে পড়েছে। এ প্রসঙ্গে ববির ভাষ্য, ‘সিনেমার কাজ কিন্তু হচ্ছে, টুকটাক। দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম কম হচ্ছে। একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপোড়েন থাকে। সিনেমায়ও সেরকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, আমি সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।’
নতুন সিনেমা প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘নতুন বাংলাদেশে নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি। সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। আশা করছি, সবার ভালো লাগবে।’
মহরতে নির্মাতা কে এ নিলয় জানান, চলতি মাসের শেষদিকে সিনেমার শুটিং শুরু হবে। টানা শুটিং করে শেষ করা হবে এর দৃশ্যধারণের কাজ। আর নতুন বছরের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তি পাবে।
উল্লেখ্য, ববিকে সর্বশেষ দেখা গেছে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ময়ূরাক্ষী’তে। এর নির্মাতা রাশিদ পলাশ। সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হয়। সেসময় পরিচালকের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েও আলোচনায় ছিলেন এই অভিনেত্রী।