অপু হঠাৎ কনের সাজে

Total Views : 36
Zoom In Zoom Out Read Later Print

কনের সাজে একাধিক স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ সকাল। এটা আমার নতুন লুক। আমাকে এতটা ধৈর্য্য দেওয়ার জন্য সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। কনের সাজে অপু বিশ্বাসের পোস্ট দুই ঘণ্টায় ১২ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। মন্তব্য পড়েছে ১ হাজার ২০০র বেশি।

অপু বিশ্বাসের পোস্ট করা বিয়ের সাজের এসব স্থিরচিত্রে নানাজন নানা মন্তব্য করছেন। জহির নামের একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘তুমি এমন একজন নায়িকা, যে কি না চলচ্চিত্রজগতে আসার পরে অনেক নায়িকার ক্যারিয়ার নড়বড়ে করে দিয়েছ।’ রিপা হক নামের একজন লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় ঢালিউড মহারানী, এককথায় অসম্ভব সুন্দর লাগছে। এক একটা ছবি জাস্ট ওয়াও।’ সুমনা নামের একজন তো কয়েককাঠি সরেস। তিনি লিখেছেন, ‘কোথায় অপু, কোথায় বুবলি—অপু আসলেই সুন্দরী।’চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে অপু বিশ্বাস নৃত্যশিল্পী হিসেবে অনুষ্ঠানে অংশ নিতেন। শুরুর দিকে অবশ্য নাটকেও অভিনয় করতেন। ২০০৫ সালে মাত্র ১৬ বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন অপু বিশ্বাস। প্রথম চলচ্চিত্র ছিল আমজাদ হোসেনের পরিচালনায় ‘কাল সকালে’।

পরের বছর এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে নায়িকা হন শাকিব খানের বিপরীতে। ছবিটি ব্যবসা সফল হয় এবং অপু বিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হন। শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পেলে এফ আই মানিক তাঁদের নিয়ে একই বছরে ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ও ‘দাদীমা’ চলচ্চিত্র নির্মাণ করেন।শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবদাস’ চলচ্চিত্রে পার্বতী চরিত্রে অভিনয় করেন অপু বিশ্বাস। ২০১৩ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রের পরিচালক চাষী নজরুল ইসলাম। ‘দেবদাস’ চলচ্চিত্রে অপুর সহ-অভিনয়শিল্পী ছিলেন শাকিব খান ও মৌসুমী।১৯ বছরের পেশাদার চলচ্চিত্র–জীবনে শ খানেক চলচ্চিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। এর মধ্যে শুধু শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন ৮০টির মতো চলচ্চিত্রে। শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের বেশির ভাগ চলচ্চিত্রই ব্যবসায়িক সফলতা পায়।অপু বিশ্বাস ২০০৮ সালে ১৮ এপ্রিল নায়ক শাকিব খানকে বিয়ে করেন। বিয়ের ৯ বছর পর ২০১৭ সালের এপ্রিলে একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় তাঁদের পুত্রসন্তান আব্রাম খান জয় জন্মগ্রহণ করে। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি শাকিবের সঙ্গে অপুর বিবাহবিচ্ছেদ হয়।

See More

Latest Photos