সময়ের আলোচিত অভিনেত্রী আইশা খান। দেশের বিনোদন অঙ্গনে এ সময়ে যারা আলো ছড়াচ্ছেন তাদের অন্যতম একজন। নাটক, ওটিটি, বড় পর্দাÑ সব জায়গায়ই ব্যস্ত সময় পার করছেন আইশা। জাহিদ প্রীতমের ‘বুক পকেটের গল্প’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন আইশা খান। সময়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম ওটিটিতেও সমানে কাজ করে যাচ্ছেন। অভিনয় করেছেন কাইজার, মারকিউলিলের মতো ওয়েব সিরিজেও।
আসছেন আইশা ডবল ধামাকা নিয়ে
নভেম্বরের শেষ ভাগে ডবল ধামাকা নিয়ে হাজির হচ্ছেন আইশা। ২০ নভেম্বর ওয়েব সিরিজ ফ্রেঞ্জি ও ২৯ নভেম্বর চলচ্চিত্র ভয়াল নিয়ে নয় দিনের ব্যবধানে দুই মাধ্যমে দুটি কাজ নিয়ে আসছেন এ অভিনেত্রী।
২০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জেতে আসবে তার ওয়েব সিরিজ ফ্রেঞ্জি। এ সময়ের বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে ফ্রেঞ্জি। ফ্রেঞ্জি মানে উন্মাদনা, পাগলামো। বন্ধুত্বের পাশাপাশি এ গল্পে দেখা মিলবে নতুন কিছু চরিত্রের। সিরিজটি দেখলে অদ্ভুত মিষ্টি একটা গল্পের দুনিয়ায় প্রবেশ করবেন দর্শক। যেখানে সুখদুঃখের অবস্থানের পাশাপাশি আছে রোমান্টিক সম্পর্ক, রেড ফ্ল্যাগ, শেয়ারিং-কেয়ারিং, ফ্রেন্ডশিপ।
সিরিজটিতে মিলা চরিত্রে দেখা যাবে আইশা খানকে। গল্পে দেখা যাবে, একটি বিজ্ঞাপনী সংস্থার কপিরাইটার হিসেবে কাজ করছেন মিলা। লেখক হুমায়ূন আহমেদের ভক্ত তিনি। হিমুর প্রতি তার অনেক প্রেম। মিলার চাওয়া, তার জীবনেও হিমুর মতো ছন্নছাড়া কেউ আসুক। শেষ পর্যন্ত মিলার হিমু আসবে কি না সিরিজটি দেখলেই জানা যাবে।
সিরিজ ও চরিত্র নিয়ে আইশা খান বলেন, ‘হুমায়ূন আহমেদের হিমু সিরিজে হিমু জোছনাবিলাস করে। মিলাও চায় তার জীবনে যে আসবে, তার সঙ্গে জোছনাবিলাস করবে। মিলার সঙ্গে আইশা খানের অনেকটা মিল রয়েছে। পর্দার মিলা আর বাস্তবের আইশা দুজনই হুমায়ূন আহমেদের বই পছন্দ করে।’
নিজের কাজ নিয়ে আইশা আরও বলেন, ‘একই রকম কনটেন্ট দেখতে দেখতে অনেক সময় দর্শক বোরিং হয়ে যান। তাই দর্শক মাঝেমধ্যে ফ্রেঞ্জির মতো কনটেন্ট দেখতে পারেন। এটার গল্প আপনাকে খুব বেশি ভাবাবে না, তেমন কোনো রহস্যও নেই। শুধু রয়েছে নিখাদ বিনোদন। মস্তিষ্ক নির্ভার থাকবে। সমসাময়িক ওটিটির কনটেন্টের মধ্যে এটি আলাদা।’
ওটিটিতে ওয়েব সিরিজ মুক্তির নয় দিন পরই বড়পর্দায় আসবে আইশা খান অভিনীত চলচ্চিত্র ভয়াল। এটি দেশের প্রথম ‘প্রাপ্তবয়স্ক’দের সিনেমা। বাস্ত জীবনে শহুরে মেয়ে হলেও বিপ্লব হায়দারের ছবিটিতে গ্রামীণ এক কিশোরীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। যেখানে গ্রামের সহজ-সরল কিশোরী বকুল চরিত্রে অভিনয় করেছেন আইশা।
নিজের চরিত্রটি নিয়ে আইশা খান বলেন, ‘আমি শহরে বেড়ে উঠেছি। তাই গ্রামীণ এক কিশোরীর চরিত্রে অভিনয় খুবই কঠিন ছিল আমার জন্য। আর বাস্তব জীবনে আমি গ্রাম খুবই কম দেখেছি।’
গত ডিসেম্বরে সিলেটের এক খাসিয়াপুঞ্জিতে সিনেমার শুটিং করেছেন আইশা খান। টানা ১৩ দিন। শুটিংয়ের সময় ফোন থেকে যত বেশি দূরে থাকা যায়, তত ভালো। শুটিংয়ের লোকেশনে নেটওয়ার্ক ছিল না; এটা অনেক বেশি সাহায্য করেছে।
ভয়াল সিনেমায় আইশার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা। এ ছাড়া আসছে ভালোবাসা দিবসের বেশ কয়েকটি নাটকে দেখা যাবে আইশা খানকে। কাজ করছেন আইশা খান। বর্তমানে ভালোবাসা দিবসের নাটকের বাইরে কিছু করছেন না।