আগুন সাটু‌রিয়ায় তে‌লের পা‌ম্পে

Total Views : 19
Zoom In Zoom Out Read Later Print

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় স্থানীয়ভা‌বে তৈ‌রি একটি তেলের পা‌ম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শ‌নিবার (২৩ ন‌ভেম্বর) বি‌কে‌লে উপজেলার কান্দাপাড়ার হরগজ মোড়ের ওই তেলের পা‌ম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাটু‌রিয়া ফায়ার সার্ভিস কয়েকটি ইউনিট ১ ঘন্টা তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আ‌নে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তেলের পা‌ম্প ও পা‌শের এক‌টি মুর‌গির খামার সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা প্রাথ‌মিক ভা‌বে ধারনা করা হ‌চ্ছে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়েছে।

জানা গে‌ছে, জ্বালানি তেল ব্যবসায়ী মোক‌ছেন আলমের স্থানীয় ভা‌বে তৈ‌রি করা তে‌লের পা‌ম্পে ড্রাম থে‌কে তেল উ‌ত্তোল‌নের সময় আগুন লাগে। খবর পে‌য়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তেলের পা‌ম্প সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প‌রে পা‌শের আব্বাস আলীর মুর‌গির ফার্মেও আগু‌নে ধ‌রে যার। ফা‌র্মের কিছু মুর‌গি সরা‌তে পার‌লেও প্রায় হাজা‌র খা‌নেক মুর‌গি আগু‌নে তা‌পে ও ধোয়ায় মারা যায়।

সাটুরিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মুজিবর রহমান জানায়, বি‌কেল সা‌ড়ে ৪ টার দিকে আগুনের সূত্রপাত হয়। সাটুরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এ ঘটনায় প্রাথ‌মিক ভা‌বে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে ধারনা করা হ‌চ্ছে‌।

See More

Latest Photos