আমু-ইনুসহ পাঁচজন নতুন মামলায় গ্রেপ্তার

Total Views : 18
Zoom In Zoom Out Read Later Print

রাজধানীতে পৃথক মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।

গ্রেপ্তারকৃত বাকিরা হলেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সচিব জাহাংগীর আলম, এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।

এর আগে, আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তা মঞ্চুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হলো

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আমীর হোসেন হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় রমিজ উদ্দিন রুপ হত্যা মামলায় আমির হোসেন আমু, জাহাংগীর আলম, জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মোহাম্মদপুর থানার মো. আল শাহরিয়ার হোসেন হত্যা মামলায় হাসানুল হক ইনু এবং মিরপুরে শিশু মিজানুর রহমান হত্যা মামলা ও আজাদ হোসেন হত্যা চেষ্টা মামলায় সাবেক আইজিপি মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

See More

Latest Photos