এআই সুবিধা সম্পন্ন নতুন ২ ল্যাপটপ বাজারে আসছে

Total Views : 23
Zoom In Zoom Out Read Later Print

দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর নতুন দুটি ল্যাপটপ এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বখ্যাত এসার ব্র্যান্ডের সুইফট গো ১৪ সিরিজের ‘এসার সুইফট গো এসএফজি ১৪-৭৩’ ও ‘এসএফজি ১৪-৭৩টি’ মডেলের ল্যাপটপ দুটিতে ইন্টেল আলট্রা ৫ ১২৫এইচ ও ইন্টেল ৭ ১৫৫এইচ প্রসেসর থাকায় দ্রুতগতিতে কাজ করা যায়।

ল্যাপটপ দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ১ লাখ ৩২ হাজার টাকা এবং দেড় লাখ টাকা। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ল্যাপটপটিতে স্টোরেজ হিসাবে রয়েছে যথাক্রমে ৫১২জিবি এবং ১ টেরাবাইট জেন৪ এনভিএমই এসএসডি। দুটো ল্যাপটপেই ব্যবহৃত হয়েছে ১৬জিবি অনবোর্ড র্যাম। আরও রয়েছে বিল্ট-ইন ইন্টেল আর্ক গ্রাফিক্স, ১৪ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস। সিলভার কালারের এ ল্যাপটপ ২টিতেই রয়েছে ২ বছরের বিক্রয় পরবর্তী সেবা।

See More

Latest Photos