আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে

Total Views : 19
Zoom In Zoom Out Read Later Print

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এএ খান। এই সফরে তার সঙ্গে রয়েছেন ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি উখিয়ার ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে ২০১৭ সালে সংঘটিত গণহত্যা ও নির্যাতনের বিষয়ে কথা বলেন। পরবর্তীতে তিনি ৪ নম্বরসহ অন্যান্য ক্যাম্পও পরিদর্শন করবেন। 

এর আগে সোমবার সকালে ঢাকায় পৌঁছান করিম এএ খান। একই দিন দুপুরে একটি বিশেষ ফ্লাইটে তিনি কক্সবাজারে আসেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আইসিসি রোম সনদ অনুযায়ী রাখাইন থেকে রোহিঙ্গাদের বিতাড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ হয়েছে কিনা, তা তদন্ত করছে। এ তদন্তের অংশ হিসেবেই বাংলাদেশ সফরে এসেছেন করিম। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে আদালতে বিচারের উদ্যোগ নেওয়া হবে। 

প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালের জুলাইয়ে বাংলাদেশ সফর করেছিলেন আইসিসির প্রধান কৌঁসুলি।

See More

Latest Photos