শাহবাগে ঋণ দেওয়ার নামে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক

Total Views : 23
Zoom In Zoom Out Read Later Print

ঋণ দেওয়ার কথা বলে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে লোক জড়ো করার অপরাধে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মো. খলিল মনসুর নিশ্চিত করেন।

তিনি বলেন, বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে লোক জড়ো করার সঙ্গে তার জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ মিলেছে। এ কারণেই তাকে আমরা গ্রেপ্তার করেছি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) তাকে আদালতে হাজির করে রিমান্ড যাওয়া হবে।

উল্লেখ্য, ‘বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি ১ লাখ টাকা ঋণ দেওয়া হবে, এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে’- এমন কথা বলে রাজধানী শাহাবাগের লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ ওঠে অহিংস গণঅভ্যুত্থানের এই সংগঠকের বিরুদ্ধে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

See More

Latest Photos