এবার ঢাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে দুই গাড়ির ধাক্কা

Total Views : 18
Zoom In Zoom Out Read Later Print

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে বহন করা গাড়িতে আবারও অন্য গাড়ি ধাক্কা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে দুই দফায় গাড়িচাপা দিয়ে হাসনাতকে হত্যার চেষ্টা করা হয় বলে গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন তিনি। হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথম মাতুয়াইলে একটি ট্রাক তাকে বহনকারী গাড়িটিতে আঘাত করে পালিয়ে যায়। পরে গুলিস্তানে আবারও মিনি-ট্রাকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় তার গাড়ি। তবে, তিনি সুস্থ আছেন। পরপর দুটি গাড়ি দিয়ে ধাক্কার দেওয়ার বিষয়টি ‘পরিকল্পিত’ বলে সন্দেহ করছেন হাসনাত আব্দুল্লাহ।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন রাইজিংবিডিকে বলেছেন, ‌‌‘‘আমিও এরকম অভিযোগ শুনেছি। তবে কোথায়, কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। খোঁজ-খবর নিয়ে এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারব।’’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহর গাড়িকে অন্য গাড়ির ধাক্কা দেওয়ার অভিযোগ করেছেন

See More

Latest Photos