বাংলাদেশের কাছে ম্যাচ হারের কারণ জানালেন সল্ট

Total Views : 42
Zoom In Zoom Out Read Later Print

টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ও বোলিংয়ে দাপুটে ক্রিকেট খেলে স্বপ্নের এক জয় তুলে নিয়েছেন টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড সংগ্রহ করে ১৫৬ রান। যা টাইগাররা ৪ উইকেট হারিয়ে দুই ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যান। ম্যাচ হারের পর ইংলিশ ব্যাটার সল্ট জানান, শান্তর ব্যাটেই ম্যাচ ঘুরে গেছে। ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে এসে ওপেনার সল্ট বলেন, ‘আমরা জানি, ইনিংস আরও ভালোভাবে শেষ করতে পারতাম। টি-টোয়েন্টিতে টানা দুই বলে উইকেট হারানো সব সময়ই আঘাত করে। এর পর নতুন দুই ব্যাটারের জন্য খেলা বেশ কঠিন। তবে এটি খেলার অংশ। অন্য কোনো দিন হয়তো আমরা ১৮০ রানে শেষ করতাম। আজ সেটি হয়নি।’

সল্ট মনে করেন শান্তর ব্যাটেই ম্যাচ ঘুরে গেছে, ‘রান তাড়ায় শান্ত অনেক ভালো খেলেছে। আমার মনে হয় তখনই ম্যাচ ঘুরে গেছে। তাদের ওপেনাররাও ভালো শুরু করেছে। মাঝের ওভারেও ভালো হয়েছে। যেই এসেছে, ওভারের শুরুতে বাউন্ডারির দেখা পেয়েছে নিয়মিত। সিঙ্গেল-ডাবলসও নিয়েছে ভালো। আমার মনে হয়, ওরা এখন ড্রেসিংরুমে বসে ভাবছে, এমন কন্ডিশনে এটিই পারফেক্ট রান তাড়া, যেটি তারা চায়।’

বাংলাদেশের কন্ডিশনে আগে থেকে না জেনে খেলা অনেক কঠিন বলে দাবি সল্টের, ‘অবশ্য শুরুটা ধীরগতির ছিল। পরে আমাদের বোলিংয়ের সময় মনে হয়েছে গতি অনেক বেড়েছে। আর সেই গতি তারা অনেক ভালোভাবেই কাজে লাগিয়েছে। নিজেদের কন্ডিশনকেও কাজে লাগিয়েছেন তারা। কন্ডিশন না বুঝে এখানে খেলা কঠিন।’

See More

Latest Photos