বাংলাদেশ-আয়ারল্যন্ড প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত, খুশি দক্ষিণ আফ্রিকা

Total Views : 36
Zoom In Zoom Out Read Later Print

ইংল্যান্ডে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তাতে কপাল পুড়েছে স্বাগতিক আইরিশদের, ভারত বিশ্বকাপে সরাসরি খেলার আশা শেষ হলো তাদের। টিকিট পেতে হলে তাদের খেলতে হবে বাছাইপর্ব। এই সিরিজে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সবগুলো জিতলে আয়ারল্যান্ডের সামনে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ ছিল। কিন্তু চেমসফোর্ডে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেই সুযোগ হাতছাড়া হলো স্বাগতিকদের। ফলে অষ্টম দল হিসেবে সরাসরি বিশ্বকাপের টিকিট পেল দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার (৯ মে) প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে আয়ারল্যান্ড ১৬.৩ ওভারে ৩ উইকেটে ৬৫ রান তুলতেই শুরু হয় বৃষ্টি।

বৃষ্টি আইনে ম্যাচের ফলাফল নির্ধারণ করার জন্য ন্যূনতম ২০ ওভার খেলা হওয়া প্রয়োজন। কিন্তু বাংলাদেশ দল করতে পেরেছে ১৬.৩ ওভার। তাতে বৃষ্টি আইন প্রয়োগ করে ফল নির্ধারণ সম্ভব না। তাই আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন।

 

See More

Latest Photos