বিপাকে ব্যবহারকারীরা নতুন আইফোন কিনে

Total Views : 51
Zoom In Zoom Out Read Later Print

গত মাসে আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের নতুন চারটি আইফোন আনার পর থেকে বেশ ভালোই ঝামেলায় পড়েছে অ্যাপল। বাজারে আসার পরপরই নতুন আইফোনের স্পর্শনির্ভর পর্দা কাজ না করার পাশাপাশি ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন অনেক ব্যবহারকারী। এবার কোনো কারণ ছাড়াই নতুন আইফোন হঠাৎ করে রিস্টার্ট ও হ্যাং হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটসহ ম্যাক রিউমার ফোরাম ও অ্যাপলের কমিউনিটি ফোরামে বেশ কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন, আইওএস ১৮-এর হালনাগাদ সংস্করণ আইওএস ১৮.০.১ ও ১৮.১ ইনস্টল করার পরও দিনে কয়েকবার আইফোন ১৬ রিস্টার্ট হচ্ছে। এমনকি হঠাৎ করে আইফোনের পর্দা কাজ না করার পাশাপাশি হ্যাং হয়ে যাচ্ছে।

See More

Latest Photos