মুক্তির অপেক্ষায় ১১ টি সিনেমা

Total Views : 42
Zoom In Zoom Out Read Later Print

তিন বছর ধরে ঢালিউডে একের পর এক খল অভিনেতা হিসেবে দেখা গেছে ছোট পর্দার অভিনেতা রাশেদ মামুন অপুকে। এবারও ওয়েব সিরিজে তেমনই একটি চরিত্রে নাম লিখিয়েছেন অভিনেতা। তবে চরিত্রটি নিয়ে কিছু বলতে চাননি রাশেদ। তিনি জানালেন, প্রথমবারের মতো ক্যামিও চরিত্রে নাম লিখিয়েছেন। রাশেদ জানান, রায়হান রাফীর নতুন ওয়েব সিরিজ ‘ব্ল্যাকমানি’তে ক্যামিও চরিত্রটি ব্যক্তিগতভাবে তাঁর অনেক পছন্দের। নতুন একটি চরিত্র। চরিত্রটি দর্শকদের রহস্যে আটকে রাখবে উল্লেখ করে মামুন বলেন, ‘রাফীর গল্প, উপস্থাপনা, নির্মাণ—সব সময়ই আমাকে মুগ্ধ করে। কারণ, তিনি আমাকে বোঝেন। আমাকে কতটুকু ব্যবহার করা যাবে, সেটা তিনি ভালো বোঝেন। তিনিই একমাত্র পরিচালক, প্রথম আমাকে বুঝতে পারেন। আমাদের সিংকটা ভালো। দেখা যায়, যেকোনো দৃশ্যের জন্য আমাদের খুব বেশি কথা বলতে হয় না।’সর্বশেষ রাফীর ‘অমীমাংসিত’ ওয়েবে অভিনয় করেছিলেন রাশেদ। পরবর্তী সময় রাফীর ‘তুফান’ সিনেমায় অভিনয় করার কথা থাকলেও শিডিউল জটিলতায় একসঙ্গে কাজ করা হয়নি। ‘তাঁর গল্পগুলোতে অভিনয় করে দর্শকদের কাছে থেকে সব সময় আলাদা সাড়া পাই। একসঙ্গে কাজ করে ভালো লাগে। বলা যায়, তাঁর কাজে যুক্ত হওয়ার জন্য আগ্রহী হয়ে থাকি,’ বলেন রাশেদ। এদিকে সিনেমা নিয়ে কিছুটা মন খারাপ এই অভিনেতার। এই বছরে ১০টির বেশি সিনেমা মুক্তির কথা থাকলেও সাম্প্রতিক পরিস্থিতির কারণে বেশির ভাগ সিনেমার প্রযোজক সিনেমা মুক্তি দেওয়া থেকে সরে গেছেন।

মামুন বলেন, ‘সিনেমা-ওয়েব সবই আমাকে টানে। তবে সিনেমার খল অভিনেতা হিসেবে দর্শক আমাকে বেশি চেনে। যদিও খল চরিত্রে মাত্র তিন বছরের জার্নি চলছে। দর্শকদের ভালোবাসা মুগ্ধ করে।’

রাশেদ জানান, মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত এক ডজনের মতো সিনেমা। ‘জংলী’, ‘জলরঙ’, ‘আতর বিবি লেন’, ‘দ্য রাইটার’, ‘চাদর’, ‘দ্য গেইম’, ‘নর সুন্দরী’সহ ১১টি সিনেমা মুক্তির অপেক্ষায়। এর মধ্যে ৮টি সিনেমায় তাঁকে দেখা যাবে খল চরিত্রে। তিনি বলেন, ‘সিনেমায় নিয়মিত হওয়ার পরে পরিচালকেরা আমাকে খল চরিত্রেই বেশি ডাকেন। খল চরিত্রগুলো উপভোগ করি। এখানে অভিনয়ের বৈচিত্র্য বেশি।’

See More

Latest Photos