দক্ষিণী তারকা আল্লু অর্জুন অভিনীত আলোচিত তেলেগু সিনেমা ‘পুষ্পা’। ছবিটি ২০২১ সালে মুক্তি পায়। প্রথম কিস্তির সাফল্যের পর দ্বিতীয় কিস্তির জন্য তুমুল আগ্রহে অপেক্ষা করতে থাকেন দর্শকরা। সিক্যুয়েলটি কবে মুক্তি পাচ্ছে, তা নিয়ে সামাজিকমাধ্যমে জল্পনাও তুঙ্গে।
বদলে গেল ‘পুষ্পা ২’ মুক্তির তারিখ
আলোচিত এই সিনেমা প্রথমে কথা ছিল চলতি বছরের ১৫ আগস্ট মুক্তি পাবে। কিন্তু ভিএফএক্স (ভিজ্যুয়াল এফেক্টস) কাজের জন্য সেই তারিখ পিছিয়ে যায়। পরে নতুন তারিখ নির্ধারণ করা হয় ৬ ডিসেম্বর। তবে গত কয়েক দিন ধরে গুঞ্জন ওঠে আবারও পিছিয়ে যাবে পুষ্পা। কিন্তু সবাইকে চমকে এক দিন এগিয়ে নিয়ে আসা হলো মুক্তির তারিখ।
সিনেপ্রেমীরা ‘পুষ্পা’ সিরিজের প্রথম পর্ব দেখার পর থেকেই এর দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আল্লু অর্জুনের দুর্দান্ত অভিনয়, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিলের সঙ্গে তার রসায়ন এবং সুকুমারের পরিচালনা দক্ষতা এই সিনেমা আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে।