মার্টিনেজ এবারও বর্ষসেরা গোলরক্ষক

Total Views : 11
Zoom In Zoom Out Read Later Print

লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দেখিয়েছিলেন অসাধারণ বীরত্ব। ছয় ম‍্যাচের পাঁচটিতেই জালে বল জড়াতে দেননি। আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের পেছনেও রেখেছিলেন বড় অবদান। এরই স্বীকৃতি হিসেবে টানা দ্বিতীয়বার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন এমিলিয়ানো মার্টিনেজ।

সোমবার রাতে প্যারিসে জমকালো ব্যালন ডিঅ’র অনুষ্ঠানে মার্তিনেজের হাতে তুলে দেওয়া হয় সেরা গোলরক্ষকের স্বীকৃতি ‘ইয়াশিন ট্রফি।


২০২০ সাল থেকে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায় খেলছেন মার্টিনেজ। প্রিমিয়ার লিগের দলটিতে নিয়মিত দারুণ সব সেভ করে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। গত মৌসুমে সেরা চারে থেকে ভিলার চ‍্যাম্পিয়ন্স লিগে ফেরায় রেখেছেন অনেক বড় অবদান।


সোভিয়েত ইউনিয়নের সাবেক গোলরক্ষক লেভ ইয়াশিনের নামে ২০১৯ সাল থেকে বর্ষসেরা গোলরক্ষককে ইয়াশিন ট্রফি দিচ্ছে ফ্রান্স ফুটবল। প্রথম ফুটবলার হিসেবে দুইবার এই পুরস্কার জিতলেন মার্টিনেজ।


পুরস্কার জেতার পর মার্টিনেজ বলেন, এটা আমার জন‍্য অনেক বড় পুরস্কার। সব সময়ই আমি জাতীয় দলের হয়ে একটি ম‍্যাচ খেলার স্বপ্ন দেখে এসেছি। এতো কম বয়সে ইংল‍্যান্ডে আসা, অ‍্যাস্টন ভিলা ও জাতীয় দলে খেলা। এটা একবার জেতাই অনেক সম্মানের, সেখানে পরপর দুইবার জিততে পারা! আমার বিশ্বাসই হচ্ছে না।


মার্টিনেজ আরও বলেন, মাঠে কখনও কখনও আপনি এমন আচরণ করবেন যে, ম‍্যাচটা আপনি জিততে চান। মাঠে বাইরে আমি গর্বিত একজন মানুষ। একজন স্বামী ও ভাই।


গত বিশ্বকাপের সেরা গোলরক্ষক ছিলেন মার্টিনেজ। সবশেষ দুই কোপা আমেরিকাতেও নিজের সেরাটা দিয়েছেন তিনি। এবার টানা দুইবার জিতলেন ইয়াশিন ট্রফি। বর্ষসেরা খেতাব জেতার পরও নিজেকে সেরা মানতে নারাজ তিনি।


মার্টিনেজ বলেন, নিজেকে আমি সেরা হিসেবে দেখি না। অনেক ভালো গোলরক্ষক আছে, যাদের আমি প্রতি সপ্তাহেই দেখছি। আমি কেবল দলীয় প্রচেষ্টাকেই গুরুত্ব দিই আর নিজের উন্নতি করতে চাই। অ‍্যাস্টন ভিলার হয়ে আমরা উন্নতির ধারাটা ধরে রাখতে চাই।

See More

Latest Photos