ইরান পাল্টা হামলায় সবধরনের অস্ত্র ব্যবহার করবে

Total Views : 29
Zoom In Zoom Out Read Later Print

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে শনিবার (২৬ অক্টোবর) ইসরাইলের যে হামলা করেছিল তার জবাব দেবে তেহরান। পাল্টা এই হামলায় ‘সম্ভাব্য সব ধরনের অস্ত্র’ ব্যবহার করা হবে বলেও জানিয়েছে দেশটি।

সোমবার (২৮ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই এই ঘোষণা দেন। খবর রয়টার্সের।


সোমবার একটি সাপ্তাহিক টেলিভিশন সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ইরান ইসরায়েলের হামলার জবাব দিতে সব ধরনের অস্ত্র ব্যবহার করবে। হামলার ধরণ অনুসারে আমাদের প্রতিক্রিয়াও একই ধরনের হবে। তবে এর বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি।


রবিবার (২৭ অক্টোবর) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ইরানী কর্মকর্তারা ঠিক করবেন ইসরায়েলে হামলা কীভাবে চালানো হবে এবং কীভাবে তাদের শক্তি প্রদর্শন করা হবে।


তিনি আরও বলেন, ইসরায়েলের হামলাকে ছোট করে দেখার কিছু নেই, আবার খুব বড় করেও দেখা ঠিক হবে না।


ইরানের মাটিতে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর হামলার কথা উল্লেখ করে আইআরজিসি প্রধান একটি চিঠি লেখেন সেনাপ্রধান কমান্ডার মেজর জেনারেল আবদোলরহিম মুসাভির কাছে। যেখানে ইসরায়েলে অপরাধের পরিণতি দখলদারদের জন্য অকল্পনীয় হবে বলে মন্তব্য করেন তিনি।


এর আগে, গত শনিবার ভোরে তেহরান এবং পশ্চিম ইরানে ক্ষেপণাস্ত্র কারখানা ও অন্যান্য সাইটগুলোতে ইসরায়েলে কয়েক দফা বিমান হামলা চালায়, যার ফলে ইরানের ৪ সেনা নিহত হন।

See More

Latest Photos