ইমন-শখ পাঁচ বছর পর একসাথে জুটি বাঁধলেন

Total Views : 177
Zoom In Zoom Out Read Later Print

ক্যারিয়ারের সূচনা হয়েছিল বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। বলছি অভিনেতা মামনুন হাসান ইমন ও অভিনেত্রী আনিকা কবির শখের কথা। পরবর্তীতে বেশ কিছু বিজ্ঞাপন-নাটকে একসাথে কাজ করেছেন তারা। তবে সর্বশেষ এই জুটিকে একসাথে কাজ করতে দেখা গেছে ২০১৯ সালে। অবশেষে পাঁচ বছর পর আবারও দুজন কাজ করলেন একসঙ্গে। এদিকে নির্মাতা সায়মন তারিকের এই বিজ্ঞাপনে ইমনের বাবা-মা হিসেবে অভিনয় করেছেন অভিনেতা আবুল হায়াত ও দিলারা জামান। যেখানে ইমনের স্ত্রীর ভূমিকায় রয়েছে শখ। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে ইমন বলেন, ‘সায়মন ভাইয়ের নির্দেশনায় এ বিজ্ঞাপনে কাজ করে খুব ভালো লেগেছে। কাজটি সত্যিই ভালো হয়েছে।

এসময় ইমন আরও বলেন, ' সত্যি বলতে কি, সিনিয়র শিল্পীদের কাছ থেকে আমাদের এখনো অনেক কিছু শেখার আছে। তারা এ বয়সেও যে ডেডিকেটেড, তাতে মুগ্ধ হই। ধন্যবাদ সায়মন তারিক ভাইকে একটি চমৎকার পারিবারিক গল্পের বিজ্ঞাপন নির্মাণ করার জন্য।’

 

এছাড়া অভিনেত্রী শখ বলেন, ‘কিছুদিন আগেও আমি শ্রদ্ধেয় হায়াত আঙ্কেল, দিলারা আন্টির সঙ্গে একটি হেলথ কেয়ারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। সায়মন তারিক ভাইয়ের নির্দেশনায় নতুন আরও একটি কাজ করা হলো তাদের সঙ্গে। বেশ গোছানো, পরিপাটি একটি ইউনিটের সঙ্গে ভীষণ আন্তরিকতা নিয়ে কাজ করলাম। খুব আশাবাদী নতুন এ কাজটি নিয়ে।’ নির্মাতা সায়মন তারিক জানান, শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

See More

Latest Photos