হুথিদের বিরুদ্ধে অভিযান চলবে’‘জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত

Total Views : 31
Zoom In Zoom Out Read Later Print

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জাহাজ চলাচলের ওপর হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের ওপর হামলা চালাবে যুক্তরাষ্ট্র। রোববার (১৬ মার্চ) এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হে গসেথ।

সোমবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।  হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শনিবারের বিমান হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন প্রায় ১০০ জন। 

রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুথি নেতা আব্দুল মালিক আল-হুতি বলেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইয়েমেনে আক্রমণ চালিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তারাও লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করবে। 

তিনি বলেন, যদি তারা তাদের আগ্রাসন অব্যাহত রাখে, তাহলে আমরাও উত্তেজনা বৃদ্ধি অব্যাহত রাখব। 

 এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ এবিসি নিউজকে বলেছেন, শনিবারের হামলা ছিল ‘একাধিক হুথি নেতাদের লক্ষ্যবস্তু করে, তাদের সরিয়ে দেওয়ার জন্য। ’

ফক্স নিউজকে তিনি বলেছেন, ‘আমরা তাদের অপ্রতিরোধ্য শক্তি দিয়ে হামলা করেছি এবং এর মাধ্যমে ইরানকে বোঝাতে চাই যথেষ্ট হয়েছে। ’

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ হুথিদের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত অব্যাহতভাবে তাদের ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

See More

Latest Photos