বৈদেশিক ঋণ পরিশোধ অর্থবছরের ৮ মাস, বেড়েছে

Total Views : 20
Zoom In Zoom Out Read Later Print

চলতি অর্থবছরের আট মাসে কমেছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও অর্থছাড় কমলেও বেড়েছে ঋণ পরিশোধ। গত জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাসিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। সোমবার এটি প্রকাশ করে সংস্থাটি।

চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত উন্নয়ন সহযোগিরা প্রতিশ্রুতি দিয়েছে ২৩ কোটি ৫৩ লাখ ডলার যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭২ কোটি ডলার। একই সময়ে বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে  ২৬ কোটি ৩৬ লাখ ডলার।  গত অর্থবছরের একই সময়ে শোধ করা হয়েছিল ২০ কোটি ৩০ লাখ ডলার। 

এছাড়া চলতি অর্থবছরের ৮ মাসে উন্নয়ন সহযোগিরা ছাড় করেছে ৪১ কোটি ৩৪ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ হার ৪৯ কোটি ৯৭ লাখ ডলার।

এ প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ সোমবার এনইসি সম্মেলন কক্ষে বলেন, আমাদের ঋণ শোধের চাপ বাড়ছে। আগামীতে এ চাপ আরও বাড়বে। আওয়ামী লীগ সরকার এতদিন থাকলে বাংলাদেশ ঋণ পরিশোধে ব্যর্থ হতো। আমরা সে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছি।

See More

Latest Photos