শ্রমিক বিক্ষোভ কালিয়াকৈরে বেতন ও ঈদ বোনাস দাবিতে

Total Views : 24
Zoom In Zoom Out Read Later Print

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় বিক্ষোভ করছেন একটি নীট কারখানার শ্রমিকরা। তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ করছেন তারা। একপর্যায়ে শ্রমিকরা এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে। পরে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কারখানার সামনেই বিক্ষোভ করছে শ্রমিকরা।

ভুক্তভোগী শ্রমিকরা ও পুলিশ জানায়, কামরাঙ্গীচালা এলাকায় হ্যাগ নীট ওয়্যার নামের একটি কারখানা রয়েছে। সেখানে তিন শতাধিক শ্রমিক কাজ করেন। কয়েকদিন ধরে বকেয়া বেতন ও ঈদের বোনাসের জন্য বিক্ষোভ করছে ওই কারখানার শ্রমিকরা। কিন্তু কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না।

মঙ্গলবার সকালে শ্রমিকরা গিয়ে দেখেন কারখানার ফটকে তালা ঝুলছে। কারখানা বন্ধ দেখতে পেয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৮ টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে আছেন।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ  আবদুস সেলিম বলেন, ‘শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে।’

See More

Latest Photos