কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

Total Views : 26
Zoom In Zoom Out Read Later Print

বুধবার (২৬ মার্চ) দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী পুলিশ সদস্য এবং সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপার মহোদয় রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ করেন ও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

কুষ্টিয়া জেলা বিএনপি সকাল ১০ টায় কুষ্টিয়া জিলা স্কুল চত্বরে সমবেত হয়। পরবর্তীতে শোভাযাত্রা নিয়ে কুষ্টিয়া ডিসি কোর্ট প্রাঙ্গণে শহীদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।কুষ্টিয়া জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

 

পরবর্তীতে সকল বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক ওয়াদুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকারসহ সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী, জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


See More

Latest Photos