সুপ্রিম কোর্টে অবরোধ সমর্থনে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল

Total Views : 73
Zoom In Zoom Out Read Later Print

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী ও সরকারবিরোধী আইনজীবীরা মিছিল সমাবেশ করেছে। বুধবার দুপুরে ১টায় ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) ব্যানারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে শতাধিক বিএনপিপন্থী ও সরকারবিরোধী আইনজীবীরা অবরোধ সমর্থনে মিছিল করে। সমাবেশে বক্তারা অবিলম্বে ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানান। তারা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা থেকে বিরত থাকার জন্য নির্বাচন কমিশনের প্রতিও আহ্বান জানান। এ সময় আইনজীবীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্ট বার এডহক কমিটির আহ্বায়ক মহসিন রশিদ, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী ফেরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, ইউএলএফের সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুব, সাবেক সহ-সভাপতি ড. গোলাম রহমান ভূইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার মো: কামাল হোসেন, সাবেক সহ-সম্পাদক সাইফুর রহমান, আইনজীবী মো: তাজুল ইসলাম রেজাউল করীম রেজা, শামীমা সুলতানা দিপ্তী প্রমুখ।

ইউএলএফ সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে সমাবেশে আরো অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক বদরুদ্দোজা, রুহুল কুদ্দুস কাজল, সাবেক সহ-সভাপতি জগলুল হায়দার আফ্রিক, আবেদ রাজা, আবদুল জব্বার ভূইয়া, মো: আক্তারুজ্জামান, ইউসুফ আলী, রফিকুল ইসলাম মন্টু, আবদুল্লাহ আল মাহবুব, এ কে এম রেজাউল করীম খন্দকার, মনিরুজ্জামান আসাদ, মাহমুদ হাসান, হুমায়ুন কবীর মঞ্জু, মো: কামারুজ্জামান মামুন, শহীদুল ইসলাম সপু, সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার নাসরিন আক্তার, মাহবুবুর রহমান খান, সগীর হোসেন লিওন, মো: মুজিবুর রহমান, পারভেজ হোসেন, কে আর খান পাঠান, সালমা সুলতানা সোমা, জহিরুল ইসলাম সুমন, শাহীন সুলতানা, মো: মাকসুদ উল্লাহ, আনিসুর রহমান রায়হান, এ কে এম এহসানুর রহমান, মু: কাইয়ুম, গোলাম মোকতাদির উজ্জল প্রমুখ।

ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণা হলে রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল হবে। তখন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় নিতে হবে নির্বাচন কমিশনকে। আমি মনে করি, ইসি তফসিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন।’

তিনি তফসিল ঘোষণা থেকে বিরত থাকার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

See More

Latest Photos