টানা ৬ দিনের ছুটি ঘোষণা সংবাদপত্রের।

Total Views : 101
Zoom In Zoom Out Read Later Print

ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে এবার টানা ছয়দিন ছুটি পাবেন দেশের সংবাদপত্রের কর্মীরা। ছুটি শুরু হবে আগামী মঙ্গলবার। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) গতকাল এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

নোয়াবের এক নোটিসে বলা হয়, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল ফিতর উপলক্ষে আগামী মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত (৯-১৩ এপ্রিল) নোয়াবের সদস্য প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। আর পরদিন (১৪ এপ্রিল) বন্ধ থাকবে পহেলা বৈশাখ উপলক্ষে। ফলে ১০-১৫ এপ্রিল পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশ হবে না।

রেওয়াজ অনুযায়ী, প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে ২৯ রমজান থেকে শুরু করে তিনদিন ছুটি ভোগ করেন সংবাদপত্রের কর্মীরা। রোজা ৩০টি হলে ছুটি একদিন বেড়ে যায়। এবার রোজা ৩০টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ১২ এপ্রিলও সংবাদপত্রের কর্মীরা ছুটিতে থাকবেন। এরপর একদিন (শনিবার) বিরতি দিয়ে পহেলা বৈশাখ। এদিনও সংবাদপত্র বন্ধ থাকে। এ অবস্থায় মাঝের একদিন (শনিবার, ১৩ এপ্রিল) বিশেষ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেয় নোয়াব। 

নোয়াবের কার্যনির্বাহী কমিটির বৈঠকে বেশির ভাগ সদস্যই ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার পক্ষে মত দেন। এর আগে নোয়াবের কাছে ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার দাবি জানায় সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমিতি।

See More

Latest Photos