‘বালিকা বধূ’খ্যাত অবিকা হেনস্তার শিকার

Total Views : 86
Zoom In Zoom Out Read Later Print

২০০৮ থেকে ২০১০ অবধি তিনি ছিলেন ‘বালিকা বধূ’। সেই দিনের কিশোরী আনন্দী এখন যুবতী। বেশ কিছু সিনেমায়ও কাজ করেছেন। এ ছাড়া একাধিক শো করেছেন তিনি। এমনকি দেশের বাইরেও একটি শো করতে গিয়ে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন অবিকা গোর। তার নিরাপত্তারক্ষীর ছোঁয়াতেই এ অস্বস্তিতে পড়েন অভিনেত্রী। আনন্দবাজারের একটি প্রতিবেদন থেকে জানা যায়, দেশের বাইরে একটি শো করতে গিয়ে যৌন হেনস্তার শিকার ‘বালিকা বধূ’ আনন্দী। এখন যিনি কেবল অবিকা গোর। কাজাখস্তানে একটি অনুষ্ঠান করতে যান অবিকা গোর। মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময় তার একজন দেহরক্ষী তাকে অশালীনভাবে স্পর্শ করেছিলেন। প্রথমটায় তিনি বুঝতে পারেননি। পরে আবার একই ঘটনা ঘটে। পেছন থেকে তাকে স্পর্শ করার চেষ্টা করেন নিরাপত্তাকর্মীদের একজন। দ্বিতীয়বার ঘটনাটি ঘটলে তার হাত ধরে ফেলেন অবিকা। পরে অবশ্য সেই নিরাপত্তারক্ষী অবিকার কাছে ক্ষমা চান। তবে ঘটনার আকস্মিকতা তাকে হতবাক করেছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার স্পষ্ট মনে আছে— কেউ একজন আমাকে পেছন থেকে স্পর্শ করেছিলেন। পেছন ফিরে দেখি, আমার নিরাপত্তারক্ষীরাই রয়েছেন। আমি যখন মঞ্চে যাচ্ছিলাম, ফের সেই অশালীন স্পর্শ। পেছন ফিরতেই একজন নিরাপত্তারক্ষীকেই দেখতে পাই।’ 

অবিকা বলেন, ‘আমি ওই ব্যক্তির হাত চেপে ধরে ওর দিকে তাকিয়ে বললাম— ‘এটি কি হচ্ছে?’ তিনি ক্ষমা চেয়ে নেন। তখন আর কী-ই বা করতে পারতাম অচেনা এক দেশে। ভাষাও জানি না সেখানকার। ছেড়ে দিই তাকে।’
 
অবিকা আরও বলেন, এখন পরিস্থিতি বদলেছে। এ ধরনের ঘটনা কীভাবে মোকাবিলা করতে হয়, তা আমি জানি।

See More

Latest Photos