ট্রাম্পের ওপর হামলার ঘটনায় মেলানিয়া যা বললেন

Total Views : 39
Zoom In Zoom Out Read Later Print

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। আমেরিকানদের উদ্দেশ্যে একটি খোলা চিঠিতে তিনি লিখেছেন, ‘রাজনৈতিক মতাদর্শের মেরামত করা প্রয়োজন। ভালোবাসার প্রতি আরও জোর দিতে হবে আমাদের।’

ডিএনএ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, রোববার (১৪ জুলাই) রাতে নিজের এক্স হ্যান্ডলে একটি বিবৃতি প্রকাশ করেছেন মেলানিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘আমাদের মনে রাখা উচিত মতামতের ভিন্নতা, নীতি, রাজনৈতিক খেলা কোনোটিই ভালোবাসার ঊর্ধ্বে নয়।’ 

মেলানিয়া আরও লিখেছেন, ‘ডোনাল্ডকে যখন গুলির আঘাতে পড়ে যেতে দেখেছি তখন আশঙ্কা হচ্ছিল সেই মুহূর্ত থেকে আমার ও ব্যারনের জীবন সম্পূর্ণ তছনছ হয়ে যেতে পারে। সিক্রেট সার্ভিসের সাহসী এজেন্টদের অনেক ধন্যবাদ। নিজেদের জীবন বিপন্ন করে তারা আমার স্বামীকে বাঁচিয়েছেন।’ 

বন্দুক হামলায় ডোনাল্ড ট্রাম্প আহত হলেও মারা গেছেন জনসভায় উপস্থিত এক ব্যক্তি। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মেলানিয়া লিখেছেন, ‘যে সব পরিবার এই জঘন্য কর্মকাণ্ডের জন্য ভুগছেন তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’

ট্রাম্পের ওপর হামলাকারীকে দানব বলে অভিহিত করেছেন মেলানিয়া। বিবৃতিতে তিনি যোগ করেছেন, ‘এক দানব আমার স্বামী ডোনাল্ডকে অমানবিক রাজনৈতিক মেশিন হিসেবে বিবেচনা করে তার আবেগ, তার হাসি, চাতুর্য, সংগীতের প্রতি ভালোবাসা ও অনুপ্রেরণাকে গুলি করার চেষ্টা করেছে। আমার স্বামীর মানবিক দিকটি রাজনীতির মেশিনের নিচে চাপা পড়ে আছে। ডোনাল্ড একজন ভদ্র এবং আবেগপ্রবণ মানুষ। ওর সঙ্গে আমি জীবনের সেরা মুহূর্ত কাটিয়েছি। খারাপ সময়ও আমরা একসঙ্গে ছিলাম।’

সবশেষে মেলানিয়া লিখেছেন, ‘আমরা সবাই এমন একটি পৃথিবী চাই, যেখানে সম্মান সর্বাগ্রে, পরিবার সবার প্রথমে থাকবে এবং ভালোবাসায় ভরা। পরিবর্তনের হাওয়া বইতে শুরু করছে। যারা এই খারাপ সময়ে আমাদের সমর্থন জানিয়েছেন, রাজনৈতিক গণ্ডি পেরিয়ে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ।’

See More

Latest Photos