উত্তরায় নিহত ৪ কোটা সংস্কার আন্দোলন : , আহত অনেকে

Total Views : 37
Zoom In Zoom Out Read Later Print

কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে চলা ‘শাটডাউন’ কর্মসূচিতে রাজধানীর উত্তরায় সংঘর্ষে চারজন নিহত হয়েছে বলে জানা গেছে। কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সংঘর্ষে আহত হয়ে শতাধিক ব্যক্তি চিকিৎসা নিতে এসেছিল। এদের মধ্যে চারজন মারা গেছে। ৭০ জন ভর্তি আছে। এছাড়া পাঁচজনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

তাৎক্ষণিকভবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। এর আগে, মাদারীপুরে সংঘর্ষ চলাকালে পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার ফায়ার সার্ভিস।

এছাড়া সংঘর্ষের ঘটনায় আহত আরো প্রায় আড়াই শ’ জন উত্তরার বেসরকারি ক্রিসেন্ট ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

হাসপাতালের জেনারেল ম্যানেজার তোফাজ্জল হোসেন বলেন, ‘অন্তত ২০০ থেকে ২৫০ জন প্রাথমিক চিকিৎসা্ নিয়েছে। কেউ ভর্তি নেই এ মুহূর্তে। আহত আরো আসছে এখনো। তবে, সংখ্যা বলা যাচ্ছে না। এ হাসপাতালে আহতদের কেউ মারা যায়নি।’

সূত্র : বিবিসি

See More

Latest Photos