শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক স্ত্রী-সন্তানের সামনে খুন

Total Views : 21
Zoom In Zoom Out Read Later Print

শ্রীলঙ্কার আমবালাগোদায় নিজ বাসার সামনে দুর্বৃত্তের গুলিতে ৪১ বছর বয়সে নিহত হয়েছেন দেশটির অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ধাম্মিকা নিরোশানা। দুর্বৃত্তের গুলির সময় নিরোশানার সাথে স্ত্রী ও দুই সন্তান ছিলেন। তবে তারা নিরাপদে আছেন। শ্রীলঙ্কা পুলিশ জানিয়েছে, বন্দুকধারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

২০০৪ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন নিরোশানা। প্রতিশ্রুতিশীল ক্রিকেট ক্যারিয়ার ছিলো তার। পেস বোলার হলেও, ব্যাট হাতে প্রতিপক্ষের ঘাম ঝড়াতে পারদর্শী ছিলেন তিনি। ২০০০ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক হয় নিরোশানার। ২০০২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দেন তিনি।

ক্রিকেট ক্যারিয়ারে কখনও সিনিয়র দলে খেলেননি নিরোশানা। তবে তার অনেক সতীর্থ পরবর্তীতে শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার হিসেবে পরিচিতি পান। এর মধ্যে অন্যতম হলো- অ্যাঞ্জেলো ম্যাথুজ, উপুল থারাঙ্গা ও পারভেজ মাহরুফ। অনূর্ধ্ব-১৯ ও প্রথম শ্রেনির ক্রিকেটে তাদের সাথে খেলেছেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১২ ম্যাচে ১৯ উইকেট ও ২শ রান এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮ ম্যাচে ৪৮ রান ও ৫ উইকেট নেন নিরোশানা।

See More

Latest Photos