জেনারেল ওয়াকার-উজ-জামান ট্রাস্ট ব্যাংকের নতুন চেয়ারম্যন

Total Views : 60
Zoom In Zoom Out Read Later Print

পুঁজিবাজারের ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। ব্যাংকটির নতুন চেয়ারম্যান ও পরিচালক হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৮ জুলাই) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। প্রসঙ্গত, গত ২৩ জুন থেকে আগামী তিন বছরের জন্য জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান। তিনি ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে ১৩তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। সামরিক জীবনের শুরু থেকেই বিভিন্ন কোর্সে ভালো ফলাফলের ক্রমধারায় তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ, মিরপুর থেকে সাফল্যের সঙ্গে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।

পরবর্তী সময়ে তিনি জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, যুক্তরাজ্য থেকেও গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি লাভ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় প্রথম শ্রেণিতে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ (এমডিএস) সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যস্থ কিংস কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন।

See More

Latest Photos