এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের জেসি আম্পায়ারের দায়িত্বে

Total Views : 107
Zoom In Zoom Out Read Later Print

এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় ঘণ্টা বেজেছ বাংলাদেশের। তবে ফাইনালের মহারণে না থেকেও যেন আছে বাংলাদেশ।

ফাইনালে অন ফিল্ড আম্পায়ার হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাথিরা জাকের জেসি।  নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। 

এশিয়া কাপের শুরু থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্বে ছিলেন জেসি। এবার দায়িত্ব পালন করবেন বিগ ফাইনালে। ডাম্বুলায় বাংলাদেশ সময়  রোববার বিকেল সাড়ে ৩টায় ফাইনালের মহারণে মুখোমুখি হবে ভারত-শ্রীলংকা। বাংলাদেশকে হারিয়ে ভারত আর পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা ফাইনাল নিশ্চিত করেছে।

এবারের এশিয়া কাপে ফাইনালের আগে মোট ৫ ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন জেসি। তার মধ্যে তিনটিতে ছিলেন অন ফিল্ড আম্পায়ার। দুটিতে ছিলেন টিভি আম্পায়ার।

See More

Latest Photos