অলিম্পিক গেমস-২০২৪ শীর্ষে জাপান তিনদিন শেষে

Total Views : 61
Zoom In Zoom Out Read Later Print

শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে অলিম্পিক গেমস-২০২৪। ইতোমধ্যে তিনদিনের খেলা শেষ হয়েছে। তিনদিন শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে জাপান। দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া এবং তৃতীয় স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র।

জাপান ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক জিতেছে। অস্ট্রেলিয়া ৪টি স্বর্ণ ও ২টি রৌপ্যসহ মোট ৬টি পদক জিতেছে। আর যুক্তরাষ্ট্র ৩টি স্বর্ণ, ৬টি রৌপ্য  ও ৩ টি ব্রোঞ্জসহ মোট ১২টি পদক জিতেছে। চতুর্থ স্থানে আছে আয়োজক ফ্রান্স।

চলুন দেখে নিই তৃতীয় দিন শেষের অলিম্পিক গেমসের পয়েন্ট টেবিল।

দেশস্বর্ণরৌপ্যব্রোঞ্জমোট
জাপান
অস্ট্রেলিয়া
যুক্তরাষ্ট্র১২
ফ্রান্স
দ. কোরিয়া
চীন
ইতালি
কাজাখস্তান
বেলজিয়াম
জার্মানি

See More

Latest Photos