জয়কে বাদ দেওয়ার বিষয়ে রায়হান রাফী যা বললেন

Total Views : 28
Zoom In Zoom Out Read Later Print

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই সময় ভালো যাচ্ছে না অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। নানা বিতর্কের কারণে শোবিজাঙ্গনেও কাজ হারাচ্ছেন বলেও অভিযোগ তার। সম্প্রতি জয় জানালেন, ‘ত্রিভুজ’ নামের একটি ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে তিনি অভিনয় করলেও সেটি প্রচারণায় তার কোনো দৃশ্য রাখা হয়নি। এছাড়াও রায়হান রাফীর নতুন ওয়েব সিরিজ থেকেও সরিয়ে নেওয়া হয়েছে তাকে।

এমন অভিযোগের সঙ্গে জয় আঙুল তোলেন ‘ত্রিভুজ’ এর ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লে ও নির্মাতা রায়হান রাফীর ওপর। এমন কর্মকাণ্ডে জয়ের ক্যারিয়ারের ইতি ঘটতে পারে, তাই সেই দায় তাদেরই বলেও ইঙ্গিত দেন অভিনেতা।

জয় বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ছোট ছোট ব্যাপারকে বড় বানিয়ে আমাকে নিয়ে ট্রল করে আজকে আমার রিজিক কেড়ে নিলেন। কারণ এই কাজ আমার রিজিক। পোস্টারে আমার ছবি না থাকা প্রমাণ করে অভিনয় জগতে আমার ভবিষ্যৎ কী!’

জয়ের এমন অভিযোগের পর বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খোলেন রায়হান রাফী ও দীপ্ত প্লে প্রোজেক্ট-সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে তারা বলছেন ভিন্ন কথা। দীপ্ত প্লে'র প্রোজেক্ট অফিসার জানান, জয় নিজে থেকে এই প্রচারণা থেকে সরে আসতে চেয়েছেন। এর নেপথ্যে ছিল- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর সেই চিঠি ইস্যু। সেই কর্মকর্তার কথায়, ‘অভিনেতার অনুরোধেই পোস্টার, টিজার ও ট্রেলার থেকে জয়কে সরিয়ে নেওয়া হয়। দীপ্ত প্লে টিম থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তখন সাবেক প্রধানমন্ত্রী বরাবর জয়ের লেখা একটি চিঠির ব্যাপকভাবে সমালোচনা শুরু হয়। তখন জয় নিজে থেকেই জানান, এখন পরিস্থিতি ভালো না। তাকে যেন প্রচারে রাখা না হয়।’

এদিকে সম্প্রতি রায়হান রাফীর প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ নির্মাণের ঘোষণা এসেছে। অনুমান করা যায়, এটি বেশ বড় পরিসরের কাজ হতে যাচ্ছে। যেখানে অনেক আগে থেকেই কাজ করার কথা জয়ের। কিন্তু শ্যুটিং ঘোষণার আগেই অস্পষ্ট কারণে বাদ পড়েছেন জয়। 

সে প্রসঙ্গ টেনে জয় বলেছিলেন, ‘একদিন রাফী ফোন করে বলল কর্তৃপক্ষ বলেছে আপাতত আপনাকে এভয়েড করতে। অথচ তিন মাস ধরে আমি রাফীর এই কাজটা করার স্বপ্নে ছিলাম। তাহলে কি ধরেই নেব, বিদায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।’

এরপর জয়কে বাদ দেওয়ার প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফীর বক্তব্য এমনটিই ইঙ্গিত দেয় যে, ব্ল্যাক মানি তে শুরুতে জয়কে রেখেও পরে তাকে বাদ দেওয়া হয়েছে। রাফী বলেন, ‘জয় ব্ল্যাক মানির স্ক্রিপ্ট ও ক্যারেক্টারের কিছুই জানেন না। এই ক্যারেক্টারের জন্য আমাদের অন্য আরেকজনকে পছন্দ করতে হয়েছে। তবে এটুকু বলতে পারি, জয় ভাই আমার পরের সিরিজে থাকছেন।’


See More

Latest Photos