বিশ্বকাপ ফাইনাল কবে কোথায় কখন হবে?

Total Views : 389
Zoom In Zoom Out Read Later Print

দেখতে দেখতে কাতার বিশ্বকাপের শেষ পর্বে চলে এসেছে। ফাইনালে উঠেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। এবারই কিন্তু প্রথম নয় যে, বিশ্বমঞ্চে দেশ দুটি একে অপরের মুখোমুখি হয়েছে, এর আগেও এ দুদল মোকাবিলা করেছে।

আগামী রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, গাজী টিভি, টি-স্পোর্টস ও টফিতে।

মঙ্গলবার লুসাইল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ জুটি ক্রোয়েশিয়াকে উড়িয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয়। বুধবার আল বাইত স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। 

আর্জেন্টিনা প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে আর ফ্রান্স দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে পরাজিত করে। 

উভয় দল এখন পর্যন্ত ১২টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে ৮টি, ইন্ডিপেন্ডেন্ট ম্যাচ ১টি, বিশ্বকাপের মঞ্চে ৩টি। বিশ্বকাপে খেলা তিন ম্যাচের মধ্যে আর্জেন্টিনার ২ জয়ের বিপরীতে ফ্রান্সের জয় একটি। তাও সেটি ২০১৮ রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে। যে ম্যাচটিতে ফ্রান্স আর্জেন্টিনাকে ৪-৩ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। শেষ পর্যন্ত সেবার শিরোপা নিয়ে ঘরে ফিরে ফ্রান্স।

See More

Latest Photos