স্টার্টআপ একাডেমি প্রতিষ্ঠা করা হবে উদ্যোক্তাদের জন্য : আম্বারীন রেজার

Total Views : 64
Zoom In Zoom Out Read Later Print

স্টার্টআপ গড়ে তোলার ক্ষেত্রে ফান্ডিং ও স্কেলিংয়ের জন্য বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ স্থাপনসহ উদ্যোক্তাদের প্রয়োজনীয় সব ধরণের সহায়তা প্রদানে দেশে স্টার্টআপ একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা ব্যক্ত করেছেন ই-ক্যাবের সহ-সভাপতি আম্বারীন রেজা। এর মাধ্যমে দেশের তরুণ ও সম্ভাবনাময় উদ্যোক্তারা নিজেদের মেধা ও দক্ষতাকে শতভাগ কাজে লাগিয়ে আরো সাফল্যের মুখ দেখবে বলে মনে করেন তিনি।

একই সঙ্গে ই-কমার্স খাতের উদ্যোক্তাদের করসংশ্লিষ্ট বিভিন্ন চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করে নিয়মানুসারে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সহযোগিতার জন্য ই-ক্যাব সচিবালয়ে একটি ‘ভ্যাট অ্যান্ড ট্যাক্স সাপোর্ট ডেস্ক’ও স্থাপন করতে চান আম্বারীন। তিনি বলেন, ই-কমার্স উদ্যোক্তাদের জন্য ‘ভ্যাট অ্যান্ড ট্যাক্স হেল্প ডেস্ক’ থাকা অত্যন্ত জরুরি। কর সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে ই-ক্যাব সদস্যদের সহায়তার জন্য এ ডেস্কে বিশেষজ্ঞদের যুক্ত করতে পারি আমরা। স্টার্টআপ একাডেমির পূর্ণাঙ্গ বাস্তবায়ন প্রচেষ্টার পাশাপাশি একটি বিজনেস ফাইন্যান্স ডেস্ক চালু করার পরিকল্পনা আছে তাঁর।

২০২২ সালে সর্বোচ্চ ভোটে ই-ক্যাবের পরিচালক নির্বাচিত হওয়া আম্বারীন রেজা জানান, খসড়া ডিজিটাল বাণিজ্য আইনে ই-কমার্স উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণে কাজ করেছেন। এছাড়াও, বিভিন্ন নীতি-নির্ধারণী পর্যায়ে ই-কমার্স খাতের উদ্যোক্তাদের সহায়তায় তাদের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

ই-ক্যাবে কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে আম্বারীন মনে করেন, ক্রস-বর্ডার ই-কমার্সের সম্ভাবনাময় খাত থেকে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলো (এসএমই) বিপুলভাবে উপকৃত হবে।

আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ই-ক্যাবের নতুন ২০২৪-২৬ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন নিয়ে তিনি বলেন, সম্ভাবনাময় এ খাতে উদ্যোক্তাদের সুরক্ষা ও বিকাশ নিশ্চিত করার পাশাপাশি ই-কমার্সের উন্নয়নে কাজ করার অনেক সুযোগ রয়েছে।

২০১৩ সালে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে বাংলাদেশে গ্লোবাল স্টার্টআপ ফুডপ্যান্ডা নিয়ে কাজ শুরু করেন আম্বারীন রেজা। ফুডপ্যান্ডার মাধ্যমে ৫০ হাজারেরও বেশি এসএমই’র ডিজিটাল রূপান্তরে সহায়তা করেছেন এ উদ্যোক্তা, কাজের সুযোগ তৈরি হয়েছে হাজারো তরুণের। ডিজিটাল রূপান্তরে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন সম্মানজনক ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২২।


See More

Latest Photos