সরকারের সেবামূলক কাজে সেবা দিতে গিয়ে এসব প্রতিষ্ঠানে প্রতি বছরই ভর্তুকি বাড়ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী সরকারি গত ছয় অর্থবছরে সরকারি ১৫ সংস্থায় ভর্তুকি দিতে হয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা। এ সময় সবচেয়ে বেশি ভর্তুকি দিতে হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিসি)। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৩-২০২৪ অর্থবছরে ১৫টি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে মোট ১ হাজার ৫০৭ কোটি ৭১ লাখ টাকা ভর্তুকি দিয়েছে সরকার। এর আগের অর্থবছরে (২০২২-২০২৩) একই সংস্থাগুলোকে ১ হাজার ৪৭৪ কোটি ৬৮ লাখ টাকা প্রত্যক্ষ অনুদান দেওয়া হয়েছিল। সে হিসাবে সমাপ্ত অর্থবছরে অনুদানের পরিমাণ ৩৩ কোটি টাকা বেড়েছে। অর্থ বিভাগের হিসাব মতে, গত ছয়টি অর্থবছরে (২০১৭-২০১৮ থেকে সর্বশেষ ২০২৩-২০২৪ পর্যন্ত) রাষ্ট্রায়ত্ত এই সংস্থাগুলোকে মোট ৯ হাজার ৯৪৬ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে ২০১৭-২০১৮ অর্থবছরে ১ হাজার ২৬১ কোটি ৫৪ লাখ টাকা। ২০১৮-২০১৯ অর্থবছরে ১ হাজার ৩৬১ কোটি ৭৩ লাখ টাকা। ২০১৯-২০২০ অর্থবছরে ১ হাজার ৪৯৪ কোটি ৯৭ লাখ টাকা। ২০২০-২০২১ অর্থবছরে ১ হাজার ৪৩৭ কোটি ৮৬ লাখ টাকা। ২০২১-২০২২ অর্থবছরে ১ হাজার ৪০৭ কোটি ২৬ লাখ টাকা এবং ২০২২-২০২৩ অর্থবছরে ১ হাজার ৪৭৪ কোটি ৬৮ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
১০ হাজার কোটি টাকা ছয় বছরে সরকারি ১৫ সংস্থায় ভর্তুকি
অর্থ বিভাগ সূত্র জানা যায়, সমাপ্ত অর্থবছরে ১৫টি সংস্থার মধ্যে সবচেয়ে বেশি অনুদান দেওয়া হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিসি)। প্রতিষ্ঠানটিকে দেওয়া অনুদানের পরিমাণ ৫২৭ কোটি ৮০ লাখ টাকা।
এরপর রয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। এ সংস্থাকে অনুদান দেওয়া হয়েছে ৪৮২ কোটি ১৭ লাখ টাকা। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কপোরেশন (বিএসসিআইসি) এবং পায়রা বন্দর কর্তৃপক্ষ। এই দুই প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হয়েছে যথাক্রমে ১৯১ কোটি ৯ লাখ টাকা এবং ১০১ কোটি ৭১ লাখ টাকা।
অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে-সমাপ্ত অর্থবছরে বিটাককে ৫২ কোটি ৪০ লাখ টাকা, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষকে ৪১ কোটি ৩২ লাখ টাকা, বিএসবিকে ২৬ কোটি ১৮ লাখ টাকা, রাজশাহী ওয়াসাকে ২২ কোটি ৬৪ লাখ টাকা, এনএইচএকে ১৮ কোটি ২০ লাখ টাকা, রপ্তানি উন্নয়ন ব্যুরোকে (ইপিবি) ১২ কোটি ৯১ লাখ টাকা, খুলনা ওয়াসাকে ১১ কোটি ৪৩ লাখ টাকা, বিএসআরটিআইকে ৮ কোটি ৯৭ লাখ টাকা, বিএসএমআরএনকে ৭ কোটি ১৮ লাখ টাকা, আরডিএকে ৩ কোটি ৫০ লাখ টাকা এবং বিআইডব্লিউটিসিকে ৫০ লাখ টাকা প্রত্যক্ষ ভর্তুকি দেওয়া হয়েছে।
অর্থ বিভাগের একজন কর্মকর্তা এ বিষয়ে জানিয়েছেন, সরকারি এই প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ লোকসানী সংস্থা। এসব সংস্থাকে টিকিয়ে রাখার জন্য প্রতি বছর বাজেট থেকে প্রতিষ্ঠানগুলোর বিপরীতে অনুদান ও ভর্তুকি দিতে হয়।