সালমানের সঙ্গে সম্পর্ক ভাঙার নেপথ্যে ঐশ্বরিয়া, বললেন সোমি

Total Views : 22
Zoom In Zoom Out Read Later Print

বলিউডে এখনও চর্চা রয়েছে ইন্ডাস্ট্রির দুই তারকা সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের অপূর্ণ প্রেম। ‘হাম দিল দে চুকে সানাম’ ছবি থেকে নাকি মনের অনুভূতি আদান-প্রদান হয় তাদের। কিন্তু সে সময় আবার সোমি আলিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন সালমান।

সোমি বলেন, ঐশ্বরিয়া সালমানের শরীরচর্চা কেন্দ্রে আসতে শুরু করে। সালমান আর আমি ওই একই জায়গায় থাকতাম।

তা হলে কি সেই জিম থেকেই প্রেমে পড়েছিলেন ভাইজান ও ঐশ্বরিয়া? উত্তরে সোমি বলেন, ‘সালমান ও ঐশ্বরিয়া ‘সাম দিল দে চুকে সানাম’ ছবির সময়েই প্রেমে পড়েছিলেন। আমি বাড়ির পরিচারকদের থেকে এই সম্পর্কের খবর পেতাম। আমি জানতাম, ওদের এই সম্পর্ক অনেক দূর আগাবে। বুঝতে পেরেছিলাম, সম্পর্কটা থেকে আমার সরে যাওয়ার সময় এসেছে।’

এর পরে সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্ক প্রায়ই আলোচনায় উঠে আসত। কিন্তু সেই সম্পর্কও ভেঙে যায় ২০০২ সালে।

See More

Latest Photos