আল মামুন ও আনিসুল কে একাধিক মামলায় গ্রেফতার।

Total Views : 21
Zoom In Zoom Out Read Later Print

খিলগাঁও ও উত্তরা থানার দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. নুরুল হুদা চৌধুরী গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

পুলিশ জানায়, খিলগাওয়ে হাফেজ জোবায়ের হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয়া হয়৷


এছাড়া উত্তরা পশ্চিম থানার মাওলানা সাদিকুল হত্যা মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।


প্রসঙ্গত, গত ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় ছাত্র জনতার মিছিলে গুলি করে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। সে সময় গুলি ও মারপিটে নিহত হন মাওলানা সাদিকুল ও ৫ আগস্ট খিলগাঁওয়ে বিজয় মিছিল করার সময় পুলিশের গুলিতে নিহত হন হাফেজ জোবায়ের।

See More

Latest Photos