দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর : জয় এন্টারপ্রাইজ বারবার কাজ পায়

Total Views : 12
Zoom In Zoom Out Read Later Print

২০২৪-২৫ অর্থবছরে ত্রাণের ৭৬ কোটি ৪০ লাখ টাকার ঢেউটিন ক্রয় করবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। কিন্তু আগের শর্ত পরিবর্তন না করেই ঢেউটিন ক্রয়ের টেন্ডার আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। এতেই জটিলতা তৈরি হয়েছে। অধিদপ্তরের ত্রাণের ঢেউটিন ক্রয়ের দরপত্রে শর্তারোপ নিয়ে উঠেছে প্রশ্ন। জয় এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে কঠিন শর্তারোপের অভিযোগ করেছে অন্য প্রতিযোগী প্রতিষ্ঠান। এর আগেও এ অধিদপ্তরে একই ধরনের কাজ হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে প্রতি বছর আপত্তির পরও অস্বাভাবিক কিছু শর্তজুড়ে দিয়ে একটি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ত্রাণের ৭৬ কোটি ৪০ লাখ টাকার ঢেউটিনের স্পেসিফিকেশন সুনির্দিষ্টকরণ, পরিবর্তন ও শর্ত শিথিলের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আবেদন করেছেন সরদার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সরদার আবদুল কাদের। তিনি আবেদনে উল্লেখ করেছেন, ঢেউটিন ক্রয়ের টেন্ডারে অংশ নিতে শিডিউল ক্রয় করলেও স্পেসিফিকেশন এবং শর্তের বেড়াজালে পড়েছেন অন্যসব ঠিকাদার। বাজারে প্রচলিত সর্বোচ্চ মানের স্পেসিফিকেশন ও সহজ শর্ত নির্ধারণ করে সময় বাড়ানোর আবেদন করেন তিনি।


সরদার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সরদার আবদুল কাদের বলেন, ঢেউটিন ক্রয়ের টেন্ডারে অংশ নিতে শিডিউল ক্রয় করলেও স্পেসিফিকেশন এবং শর্তের বেড়াজালে পড়েছেন অন্যসব ঠিকাদার। কোনো ঢেউটিন উৎপাদনকারী মিল এমন শর্তে ঢেউটিন বিক্রি করতে পারবে না।


তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ত্রাণের ৭৬ কোটি ৪০ লাখ টাকার ঢেউটিন ক্রয়ে স্পেসিফিকেশন পরিবর্তন করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে একটি মাত্র প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার যে অনিয়ম এত দিন ছিল তা বন্ধ করতে হবে। এতে অনেক মিল মালিক ও সরবরাহকারী টেন্ডারে অংশ নিতে পারবেন। এতে আসবে স্বচ্ছতা। বারবার একই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পাওয়ার অর্থ সেখানে অনিয়ম ও যোগসাজশের সম্ভাবনা থাকে। সরদার আবদুল কাদের, এবার আমাদের আহ্বানে কর্তৃপক্ষ পরিবর্তনের আশ্বাসও দিয়েছিল। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির জোরে টেন্ডার আহ্বান করা হয়েছে। ঢেউটিন সরবরাহে প্রচলিত বাজারে পাওয়া যায় এমন স্পেসিফিকেশন তৈরি করে সব উৎপানকারী ও সরবরাহকারীকে টেন্ডারে অংশ নেওয়ার সুযোগ দিলে প্রতি টন ঢেউটিন ২ লাখ ২২ হাজার টাকার পরিবর্তে ১ লাখ ৫০ টাকায় ক্রয় করা সম্ভব। এতে সরকারের প্রতি টন ঢেউটিনে ৭২ হাজার টাকা সাশ্রয় হতে পারে। অথচ একই প্রতিষ্ঠানকে বারবার কাজ পাইয়ে দিয়ে এই টাকা অতিরিক্ত খরচ করানো হচ্ছে।


বারবার যেন জয় এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান কাজ পাওয়ার বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান বলেন, মন্ত্রণালয়ের সচিব এ বিষয়ে ভালো বলতে পারবেন।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানকে একাধিক ফোন করার পরও ফোনে পাওয়া যায়নি।

See More

Latest Photos