ইয়ান রাশ এবং রজার হান্টের পর লিভারপুলের তৃতীয় ফুটবলার হিসেবে অ্যাওয়ে ম্যাচে ১০০ গোল করলেন মোহাম্মদ। মিসরীয় ফরোয়ার্ডের রেকর্ডগড়া রাতে ৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সাউদাম্পটনকে ৩-২ ব্যবধানে হারালো অলরেডরা।
রোমাঞ্চকর জয় লিভারপুলের সালাহর রেকর্ডের রাতে
সাউদাম্পটনের মাঠে একটা সময় ২-১ গোলে পিছিয়ে পড়েছিল লিভারপুল। সেখান থেকে মোহাম্মদ সালাহর জোড়া গোলে দুর্দান্ত এক জয় তুলে নেয় তারা। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির থেকে ৮ পয়েন্টে এগিয়ে গেছে টেবিল টপার লিভারপুল।
ম্যাচে প্রথম গোলটি করেছিল লিভারপুলই। ৩০ মিনিটে সাউদাম্পটনের রক্ষণের ভুলে বল পান দমিনিক সোবোসলাই। সুযোগ পেয়ে কাজে লাগাতে ভুল করেননি হাঙ্গেরিয়ান তারকা।