বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলায় পৃথক তিনটি স্থানে দুর্ঘটনাগুলো ঘটে। দুপুর আড়াইটার দিকে উপজেলার মহিপুর জামতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ঢাকাগামী একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম (৩৩) ও তার তিন বছরের মেয়ে সেজদা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঈদের দিন নিহত ৩ শেরপুরে দুর্ঘটনায় বাবা-মেয়েসহ





অপর দিকে দুপুর সাড়ে ১২টায় উপজেলার বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু—অলোক সরকার (২০), জয়ন্ত সরকার (২০) এবং শুভ সরকার (১৯) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অলোক সরকারকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত জয়ন্ত সরকারকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুভ সরকারের চিকিৎসা স্থানীয় হাসপাতালে চলছে।
এছাড়াও বেলা ১১টার দিকে মহিপুর ফায়ার সার্ভিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি প্রাইভেটকার ঢাকাগামী লেনে ইউটার্ন নেওয়ার সময় একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সেই সঙ্গে মোটরসাইকেল আরোহী মো. লিখন (২৮) ও মো. জীবন (৩০) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শেরপুর হাইওয়ে পুলিশের এসআই আবদুল খালেক ও শেরপুর থানার এসআই রবিউল ইসলাম দুর্ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন। পরে আইনি প্রক্রিয়ার শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তারা।