শেষ কয়েক বছর আলোচনায় পাকিস্তানের অভিনেতারা। নাটক, সিনেমা কিংবা টেলিফিল্ম—মুন্সিয়ানা দেখিয়েছেন দেশটির ছোট ও বড় পর্দার তারকারা। মানচিত্র ফুঁড়ে খ্যাতিও তাই ছড়িয়ে পড়েছে বিশ্বে। একই সঙ্গে এসব তারকার প্রতিপত্তিও বেড়েছে বেশ। কোটিপতি বনে গেছেন ডজনখানেক তারকা।
প্রতিপত্তিও বেড়েছে তাদের খ্যাতির সঙ্গে





খ্যাতির সঙ্গে এসব তারকাদের পকেটে অর্থও এসেছে কাড়িকাড়ি। হুমায়ুন সাঈদ থেকে মাহিরা খান—দুহাতে কামিয়েছেন। কোটিপতি হওয়া এসব তারকাদের নিয়েই প্রতিবেদন করেছে পাকিস্তানের অন্যতম গণমাধ্যম সামা টিভি। কোটিপতিদের আয়ের উৎস এবং বর্তমান অর্থও জানানো হয়েছে প্রতিবেদনে।
- হুমায়ুন সাঈদ: মর্ডান তারকা হিসেবে সাঈদের খ্যাতি পাকিস্তান জুড়ে। তিনি শুধু অভিনেতাই নন, পুরোদস্তর মিডিয়াম্যান। সিক্স সিগমা প্লাস প্রোডাকশন হাউসের সিইও তিনি। তার হাউস থেকে অসংখ্য দুর্দান্ত সব নাটক বেরিয়েছে। তারকা এই অভিনেতার অ্যাকাউন্টে আছে ৫০ মিলিয়ন ডলার। পাকিস্তানি মুদ্রায় তা ১৩৮০ কোটি।
- সান সাহিদ: পাকিস্তানি সিনেমার কিং খ্যাত সাহিদের চড়ামূল্য। কোনো সিনেমায় তাকে পেতে খসাতে হয় শতকোটি পাকিস্তানি রূপি। তার ঝুলিতে আছে খুদা কে লিয়ে, বুলান্ডি ও জিলে শাহ সহ একাধিক ব্লকবাস্টার মুভি। তার ঝুলিতে এখন ২০ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ মজুদ আছে।
- মায়া আলী: তাকে ধরা হয় পাকিস্তানের অন্যতম মডেল হিসেবে। মায়া প্রিতের মালিক ও ডিজাইনার মায়ার ঝুলিতে আছে ১৫ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ।
- মাহিরা খান: তিনি পুরোদস্তর একজন অভিনেতা। পাকিস্তানের অন্যতম ড্রামা কুইনের ঝুলিতে আছে ৮ মিলিয়নের মতো পাউন্ড। নতুন করেও বেশ কিছু মুভি ও নাটকে চুক্তিবদ্ধ হয়েছেন এই সুন্দরী অভিনেত্রী।