কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত মঙ্গলবার বিকালে কাশ্মীরের পেহেলগামের পর্যটনকেন্দ্র বৈসারণ উপত্যকায় এই হামলায় ২৬ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন (নেপালের নাগরিক) ছাড়া বাকি সবাই ভারতীয়। এদিকে ভারত- পাকিস্তানের উত্তেজনার ঢেউ লেগেছে বিশ্ব রাজনীতিতেও। যুক্তরাষ্ট্র এই হামলার নিন্দা জানানোর পাশাপাশি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। এ ছাড়া উভয় দেশের প্রতি ‘চরম সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্লেষকরা মনে করেন এই উত্তেজনা যুদ্ধের দিকে যাবে না। তবে তারা বলছেন, যদি উত্তেজনা যুদ্ধে রূপ নেয়, সেক্ষেত্রে পরিস্থিতি জটিল আকার ধারণ করবে।
কাশ্মীর ইস্যুতে উত্তেজনা যুদ্ধ পর্যন্ত গড়াবে না বিশেষজ্ঞ মতামত




