পপি আবারও আড়ালে !

Total Views : 21
Zoom In Zoom Out Read Later Print

দীর্ঘ কয়েক বছর আড়ালে ছিলেন ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। বিরতি ভেঙে গেল ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আসেন এই চিত্রনায়িকা।

ওই সময় পপি জানান, তিনি অনেক দিন আগেই বিয়ে করেছেন এবং একটি পুত্রসন্তানের জন্মও দিয়েছেন। আসলে পপির এই আড়াল ভাঙার কারণ ছিল জমিজমা নিয়ে পরিবারের সঙ্গে তার দ্বন্দ্বের জের। এরপর আবার পরিবারের সঙ্গে মামলা, পাল্টা মামলার খবর জানাতে কয়েক দফা সাংবাদিকদের মুখোমুখিও হয়েছিলেন পপি।

তখন তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেছিলেন, অভিনয়ে আর নিয়মিত না হলেও যে কয়েকটি সিনেমাতে অভিনয় অসমাপ্ত রেখে তিনি আড়ালে গিয়েছিলেন সেগুলোর কাজ সময় ও সুযোগমতো শেষ করে দেবেন। এরপর ব্যক্তিগত বিষয় নিয়ে এক মাসের মতো কয়েকবার প্রকাশ্যে আসেন। কিন্তু এরপরই হুট করে আবারও অন্তরালে চলে যান। বলতে গেলে গত মার্চ মাসের শেষ দিক থেকে তাকে চলচ্চিত্রের মানুষ বা সংবাদকর্মীরা আর খুঁজে পাচ্ছেন না। মুঠোফোনে কল দিলেও নাকি পপি তা রিসিভ করেন না।

একটি সূত্র বলছে, তার স্বামী আগের মতোই চাচ্ছেন না পপি আর প্রকাশ্যে আসুক বা সিনেমার কাজ করুক। বলতে গেলে ২০২১ সাল থেকেই লোকচক্ষুর অন্তরালে চলে যান এই নায়িকা। এরই মধ্যে বিয়ে এবং সন্তান জন্ম দেওয়ার কাজ সেরে নেন।

মাঝে ২০২২ সালের জানুয়ারিতে চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচনের আগে অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তায় হঠাৎ লাইভে এসে নায়ক জায়েদ খানের সম্পর্কে কিছু অভিযোগ করেন পপি। এরপর আবার আড়ালেই চলে যান তিনি।

এদিকে, পপির আড়াল থাকার কারণে আটকে আছে কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে- রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা দুটি।  

বলে রাখা যায়, মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন তিনি। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে রাখলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’।  

এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন পপি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

See More

Latest Photos