বাংলাদেশ সুপার ফোরে শ্রীলংকা জিতলেই

Total Views : 29
Zoom In Zoom Out Read Later Print

গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে আট রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। প্রথম শর্তপূরণের পর আপাতত আর কিছু করার নেই লিটন দাসদের। বাংলাদেশের ভাগ্য এখন শ্রীলংকার হাতে। আজ আবুধাবিতে শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের ফল নির্ধারণ করে দেবে ‘বি’ গ্রুপ থেকে কোন দুটি দল সুপার ফোরে উঠবে। লড়াইটা ত্রিমুখী। আজ শ্রীলংকা জিতলে কোনো সমীকরণ ছাড়াই সুপার ফোরে লংকানদের সঙ্গী হবে বাংলাদেশ।

অন্যদিকে আফগানিস্তান জিতে গেলে আসবে নেট রানরেটের জটিল হিসাব-নিকাশ। তখন বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান-তিন দলেরই পয়েন্ট হবে সমান চার। নেট রানরেটে অনেক এগিয়ে থাকায় গ্রুপসেরা হয়ে সুপার ফোরে উঠবে আফগানরা। শ্রীলংকাও আপাতত নেট রানরেটের হিসাবে বাংলাদেশের চেয়ে এগিয়ে। আফগানিস্তান যদি আজ ৬০ রানের বেশি ব্যবধানে কিংবা অন্তত ৫০ বল হাতে রেখে জেতে, সেক্ষেত্রেই শুধু রানরেটে লংকানদের পেছনে ফেলে সুপার ফোরে যাবে বাংলাদেশ। অন্যথায় গ্রুপপর্বেই শেষ হবে লিটনদের এশিয়া কাপ অভিযান। দুই ম্যাচের দুটিতেই জেতা শ্রীলংকা ও তিন ম্যাচের দুটিতে জেতা বাংলাদেশের পয়েন্ট চার। দুই ম্যাচের একটিতে জেতা আফগানিস্তান দুই পয়েন্ট নিয়ে আপাতত তিনে। তিন ম্যাচেই হারা হংকং আগেই বিদায় নিয়েছে। শ্রীলংকার রানরেট +১.৫৪৬, বাংলাদেশের -০.২৭০ ও আফগানিস্তানের +২.১৫০। আজ আফগানদের জন্য সমীকরণ হলো-হারলে বিদায়, জিতলে সুপার ফোর। শ্রীলংকার সমীকরণ সবচেয়ে সহজ। বড় ব্যবধানে না হারলেই চলবে তাদের। নিজেদের স্বার্থে বাংলাদেশ আজ লংকানদের জয়ের জন্য প্রার্থনা করবে। তাতে কাজ না হলে লাগবে আফগানদের সহায়তা। শ্রীলংকা আজ আগে ব্যাট করলে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে আফগানিস্তানকে জিততে হবে ১১ থেকে ১২ ওভারের মধ্যে। অন্যদিকে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ২০০ রান করলে শ্রীলংকাকে অলআউট করতে হবে ১২৭ রানের মধ্যে। আফগানরা ১৫০ রান করলে লংকানদের অলআউট করতে হবে ৮৩ রানের মধ্যে। বাস্তবে এমন সমীকরণ মেলার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, যে কোনো ব্যবধানে জিতলেই চলবে আফগানিস্তানের। টি ২০তে আফগানদের বিপক্ষে আগের আট ম্যাচের পাঁচটিই জিতেছে শ্রীলংকা। টি ২০ সংস্করণের আগের এশিয়া কাপে তারা চ্যাম্পিয়ন হয়েছে। এসব তথ্যই এখন ভরসা বাংলাদেশের। আজ শ্রীলংকা জিতলে আগামী শনিবার দুবাইয়ে লংকানদের বিপক্ষে বাংলাদেশের লড়াই দিয়েই শুরু হবে সুপার ফোর পর্ব।

See More

Latest Photos