মার্কিন কূটনীতিক বরখাস্ত,চীনা নারীর সঙ্গে ‘রোমান্টিক সম্পর্ক’,

Total Views : 16
Zoom In Zoom Out Read Later Print

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একজন কূটনীতিককে বরখাস্ত করেছে। ওই কর্মকর্তা একজন চীনা নাগরিকের সঙ্গে তার রোমান্টিক সম্পর্ক গোপন করেছিলেন বলে জানা গেছে।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট জানান, বিভাগটি আনুষ্ঠানিকভাবে এক ফরেন সার্ভিস অফিসারকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। তদন্তে প্রমাণ মেলে, তিনি চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্কিত এক নারী নাগরিকের সঙ্গে প্রেমের সম্পর্ক গোপন করেছিলেন।

স্টেট ডিপার্টমেন্ট জানায়, ওই কর্মকর্তা স্বীকার করেছেন যে তার সঙ্গিনী ‘গোয়েন্দা হতে পারেন,’ যদিও কোনো গুপ্তচরবৃত্তির প্রমাণ মেলেনি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।

বরখাস্ত হওয়া কর্মকর্তা আরও জানিয়েছেন, তার সঙ্গিনীর বাবা ছিলেন ‘একজন খাঁটি কমিউনিস্ট পার্টির সদস্য।’ চীনা কমিউনিস্ট পার্টি দেশটির রাজনীতি, ব্যবসা, শিক্ষা ও সামাজিক জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রভাবশালী ভূমিকা রাখে।  


বিভাগটির পক্ষ থেকে জানানো হয়, এটি ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের অধীনে প্রথম বরখাস্তের ঘটনা। ওই আদেশে বলা হয়েছিল, সরকারি কর্মচারীদের প্রেসিডেন্টের নীতিমালা সততার সঙ্গে বাস্তবায়ন করতে হবে।

মুখপাত্র পিগট বলেন, জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করতে পারে—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত কর্মচারীর বিষয়ে আমরা শূন্য সহনশীলতা নীতি বজায় রাখব।

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল, চীনে কর্মরত মার্কিন সরকারি কর্মীদের স্থানীয় নাগরিকদের সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়ানোর ওপর নিষেধাজ্ঞা থাকবে। অনেকের মতে, এই নীতিটি স্নায়ুযুদ্ধ যুগের কৌশলের পুনরাবৃত্তি।

See More

Latest Photos